Apan Desh | আপন দেশ

তুচ্ছ ঘটনায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ৪০

মাদারীপু‌র প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০৫, ১৪ এপ্রিল ২০২৫

তুচ্ছ ঘটনায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ৪০

ছবি: আপন দেশ

মাদারীপুরের রাজৈরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে চতুর্থ দিনের মতো সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পুলিশসহ উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হয়। 

রোববার (১৩ এপ্রিল) রাত ৯টার দিকে রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর ও বদরপাশা গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ এপ্রিল উপজেলার পশ্চিম রাজৈর ফুচকা ব্রিজ এলাকায় বাজি ফাটায় বদরপাশা গ্রামের আতিয়ার আকনের ছেলে জুনায়েদ আকন ও তার বন্ধুরা। এ সময় ওই গ্রামের মোয়াজ্জেম খানের ছেলে জোবায়ের খান ও তার বন্ধুরা তাদের বাধা দেয়।

এনিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে ৩ এপ্রিল সকালে রাজৈর বেপারিপাড়া মোড়ে জোবায়েরকে একা পেয়ে পিটিয়ে তার ডান পা ভেঙে দেয় জুনায়েদ ও তার লোকজন। পরে আহত জোবায়েরের বড় ভাই অনিক খান (৩১) বাদী হয়ে জুনায়েদসহ ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪ থেকে ৫ জনকে আসামি করে একটি মামলা করেন।

আরওপড়ুন<<>>ঝিনাইদহে কুকুরের আমড়ে ১৫জন আহত

এর জেরে রোববার (১৩ এপ্রিল) রা‌তে (চতুর্থ) দিনের মতো দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। প্রায় ৩ ঘণ্টাব্যাপী চলে এই সংঘর্ষ। এ সময় কমপক্ষে ১০টি দোকান ভাঙচুর করা হয়। পরে খবর পেয়ে রাজৈর থানার পুলিশ, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও র‌্যাব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে পুলিশসহ অন্তত ৪০ জন আহত হন।

আহতদের মধ্যে ১০ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকিদের বিভিন্ন প্রাইভেট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

রাজৈর থানার ওসি মোহাম্মদ মাসুদ খান বলেন, চতুর্থ দিনের মতো দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও র‌্যাব গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আপন দেশ/এমএস
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়