Apan Desh | আপন দেশ

ঘন কুয়াশায় নৌরুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৮:৪১, ১ ফেব্রুয়ারি ২০২৫

ঘন কুয়াশায় নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ছবি: আপন দেশ

ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) মধ্যরাত ১২টা থেকে এ দুই নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ফলে পদ্মা ও যমুনা নদীর মাঝখানে তিনটি ফেরি আটকে পড়ে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের ডিজিএম নাসির হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, শুক্রবার সন্ধ্যার পর থেকেই পদ্মা-যমুনা নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। মধ্যরাতে কুয়াশায় আচ্ছন্ন হয়ে যায় পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটে এলাকা।

নাসির হোসেন চৌধুরী বলেন, ঘন কুয়াশার কারণে নৌরুটের দিক নির্ণয় করতে না পেরে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের মাঝ পদ্মায় নোঙর করা হয় বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর এবং বাইগার নামের দুইটি ফেরি। 

এছাড়াও আরিচা-কাজিরহাট নৌরুটেও একই অবস্থা হয়। আরিচা-কাজিরহাট নৌরুটের মধ্য যমুনায় আটকা পড়ে খান জাহান আলী নামের বড় একটি ফেরি। আটকে পড়া ফেরি তিনটি যাত্রী ও যানবাহন বোঝাই অবস্থায় রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যাবস্থাপক মো. সালাহউদ্দিন শনিবার (০১ ফেব্রুয়ারি) ভোরে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সন্ধ‌্যার পর থে‌কেই কুয়াশা পড়‌তে থা‌কে। রাত ১২টায় ঘন কুয়াশার কারণে নদীপথ অস্পষ্ট হয়ে যায়। তখন দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। ‌কুয়াশা কে‌টে গে‌লে ফের ফে‌রি চলাচল শুরু হ‌বে।

নদী এলাকায় কুয়াশা কমে গেলে ফের স্বাভাবিক হবে ফেরি চলাচল। তখন নদীতে আটকা পড়া ফেরিগুলো পন্টুনে নিয়ে আসা হবে এবং ফেরি চলাচল স্বাভাবিক করা হবে বলে জানান নাসির হোসেন।

আপন ডেস্ক/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা