Apan Desh | আপন দেশ

রাতের ভোটের অনিয়ম অনুসন্ধানে দুদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৯, ২২ জানুয়ারি ২০২৫

আপডেট: ২১:৩৩, ২২ জানুয়ারি ২০২৫

রাতের ভোটের অনিয়ম অনুসন্ধানে দুদক

ফাইল ছবি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ক্ষমতার অপব্যবহার, অপরাধমূলক অসদাচরণ, জালিয়াতি, রাতে ভোট নেয়া প্রভৃতি বিষয় অনুসন্ধানের জন্য ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) এই তথ্য জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এক বিবৃতিতে দুদক জানায়, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন অনিয়ম যেমন দিনের ভোট রাতে করা, ব্যালট জালিয়াতি, কিছু কিছু কেন্দ্রে ৯০% এর বেশি কাউন্ট দেখানো, ব্যাপক আর্থিক লেনদেন, ক্ষমতার অপব্যবহার করে প্রার্থীকে জেতানো ইত্যাদি নানা অভিযোগ বিভিন্ন মিডিয়ায় প্রাকশিত হয়েছে এবং দুদকেও কিছু অভিযোগ জমা হয়েছে।

অভিযোগে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, র‌্যাবের প্রধান বেনজির আহমেদ, পুলিশের সাবেক আইজিপি শহিদুল হক, প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকি, জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচটি ইমামসহ স্থানীয় প্রশাসনের যোগসাজসের বিষয়টি উল্লেখ করা আছে।

এ অভিযোগের প্রেক্ষিতে ৫ সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করেছে দুদক। বিভিন্ন ভিডিও, দেশি-বিদেশি গণামধ্যমে প্রচারিত সংবাদ এবং নির্বাচনের ফলাফল সীট পরীক্ষা-নিরীক্ষা এবং প্রয়োজনীয় অন্যান্য কার্যক্রম সম্পন্ন করে অনুসন্ধান টিম প্রতিবেদন দাখিল করবে বলে জানিয়েছে।

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা