সংগৃহীত ছবি
সীমান্তে উত্তেজনার মধ্যেই চাঁপাইনবাবগঞ্জে গুলি ছুড়েছে বিএসএফ। এতে শহিদুল ইসলাম (২২) নামে এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (১১ জানুয়ারি) রাত ২ টার দিকে ৮-৯ রাউন্ড গুলির শব্দ শোনা গেছে বলে এলাকাবাসী জানিয়েছে।
বিজিবি জানিয়েছে, তারা তিন রাউন্ড গুলির শব্দের বিষয়টি নিশ্চিত হলেও কে বা কারা গুলি করেছে, তা নিশ্চিত নয়। এদিকে একই উপজেলার চৌকা সীমান্তে আগে থেকেই নো ম্যানস ল্যান্ডে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করছিল বিএসএফ। যা নিয়ে সেখানেও উত্তেজনা রয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী এলাকায় বিএসএফের ছোড়া গুলি শহিদুলের বুকের ডান পাশে লাগে। ভোর সাড়ে ৫টার দিকে স্বজনরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
৮ নম্বর শাহবাজপুর ইউপি সদস্য মনিরুল ইসলাম জানান, সাধারণত চোরাই পণ্য পাচারের সময় বিএসএফ ফাঁকা গুলি চালায়।
রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, আহত শহিদুলের বুকের ডান পাশে গুলি লেগেছে। তার অবস্থা গুরুতর হওয়ায় অস্ত্রোপচারের জন্য তাকে অপারেশন থিয়েটারে নেয়া হয়েছে। অস্ত্রোপচারের বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































