Apan Desh | আপন দেশ

রুমায় প্রাথমিক বিদ্যালয়ের স্লিপের টাকা আত্মসাতের অভিযোগ

রুমা (বান্দরবান) প্রতিনিধি

প্রকাশিত: ১২:২৪, ৫ জানুয়ারি ২০২৫

আপডেট: ১২:২৫, ৫ জানুয়ারি ২০২৫

রুমায় প্রাথমিক বিদ্যালয়ের স্লিপের টাকা আত্মসাতের অভিযোগ

শিক্ষা অফিসার আশীষ কুমার ধর।

বান্দরবানের রুমা উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আশীষ কুমার ধর-এর বিরুদ্ধে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্লিপের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। উপজেলার ৬৮টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ভয়ভীতি দেখিয়ে তিনি শিক্ষা উপকরণ কেনার অজুহাতে ৭-৮ হাজার টাকা করে হাতিয়ে নিয়েছেন।

জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরে প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে বিদ্যালয়ভিত্তিক উন্নয়ন কর্মসূচিতে এ অর্থ বরাদ্দ দেয়া হয়। বরাদ্দকৃত অর্থ ম্যানেজিং কমিটির সভাপতির তত্ত্বাবধানে ব্যয় হওয়ার কথা থাকলেও দায়িত্ব পান আশীষ কুমার ধর। দায়িত্বপ্রাপ্তির পর বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছে থেকে জোরপূর্বক অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে।

গোপনীয়তার শর্তে প্রধান শিক্ষকরা জানান, ৬৮টি প্রাথমিক বিদ্যালয়ের স্লিপের ১৫ থেকে ৫০ হাজার টাকার বরাদ্দ থেকে একটি অংশ নেয়া হয়েছে। ভুক্তভোগী একাধিক প্রধান শিক্ষক বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের পর আত্মসাতের অর্থ ফেরত দেয়ার প্রতিশ্রুতি দিলেও তিনি কোনো পদক্ষেপ নেননি।

এর আগে আলীকদমে ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার থাকাকালীন আশীষ কুমার ধর বিভিন্ন বিদ্যালয় পরিদর্শনের নামে ভয়ভীতি দেখিয়ে অর্থ আত্মসাৎ করেছেন বলেও অভিযোগ রয়েছে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা আশীষ চিরান জানান, এ ঘটনা ঘটার সময় আমি অফিসে ছিলাম না। অভিযোগ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বলেন, অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিনের সঙ্গে আলোচনা করে একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। শিগগিরই অভিযুক্ত সহকারী শিক্ষা অফিসারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

বিষয়টি নিয়ে আশীষ কুমার ধরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়