রাঙামাটিতে জব্দ সিগারেটসহ যুবক। ছবি: আপন দেশ
রাঙামাটিতে শুল্কবিহীন দুই কোটি টাকার ভারতীয় সিগারেট জব্দ করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে এমন তথ্য নিশ্চিত করেছেন রাঙামাটি গোয়েন্দা পুলিশের ওসি দৌস মোহাম্মদ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ভারত থেকে আনা এসব সিগারেট খালি গ্যাসসিলিন্ডার ভর্তি ট্রাকে চট্টগ্রামে পাচার করা হচ্ছিল। শুক্রবার সকালে শহরের ভেদভেদী এলাকায় সিগারেটগুলো জব্দ করা হয়। জব্দকৃত সিগারেটের বাজার মূল্য দুই কোটি টাকা। এ ঘটনায় মো. জুয়েল নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
ডিবির ওসি বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, বেশ কয়েকমাস ধরে রাঙামাটির সীমান্ত পথগুলো ব্যবহার করে ভারতীয় সিগারেটগুলো আনছে কয়েকটি চক্র। এরপর তারা শহরের বিভিন্ন পয়েন্ট দিয়ে ভিন্ন পন্থা অবলম্বন করে সিগারেটগুলো সাপ্লাই করে চক্রটি। পুলিশ বেশ কয়েকবার চক্রগুলোর বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়ে সফলও হয়েছে।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































