ছবি: আপন দেশ
টানা ছয় দিন জেলার তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই ঘোরাফেরা করছে। ভোরে কনকনে ঠান্ডা আর দুপুরে তীব্র রোদ। এ দুই বিপরীত আবহাওয়ার মধ্যে দিয়েই দিন কাটছে পঞ্চগড়বাসীর। ভোর থেকে সকাল পর্যন্ত শীতের তীব্রতা স্পষ্ট থাকলেও সূর্য উঠলেই দ্রুত বাড়ছে উষ্ণতার অনুভূতি।
বুধবার (১৯ নভেম্বর) সকাল ৬টায় পঞ্চগড়ে তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ৯৮ শতাংশ। আগের কয়েক দিনের পরিসংখ্যান অনুযায়ী মঙ্গলবার তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৬, সোমবার ১৪ দশমিক ৫, রোববার ১৪ দশমিক ৭, শনিবার ১৪ দশমিক ২ এবং শুক্রবার ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার থেকে আজ পর্যন্ত এ ধারাবাহিকতা বজায় রয়েছে বলে জানিয়েছেন তেঁতুলিয়া আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায়।
দৈনন্দিন কাজে বের হওয়া স্থানীয়দের একাধিক ব্যক্তির সঙ্গে আলাপকালে জানান, ভোরের ঠান্ডা তাদের বেশ কাঁপিয়ে দিচ্ছে। এক সাইকেলচালক বলেন, রাতে খুব ঠান্ডা পড়ে। কিন্তু সূর্য উঠলেই এত গরম লাগে যে ঘেমে যাই। ভোরে শাল না জড়ালে বের হওয়া যায় না, অথচ দুপুরে গরমে হাঁসফাঁস করতে হয়।
এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় বলেন, রাত গভীর হলে শীত বাড়ে। তবে সকাল গড়ালে সূর্যের তাপে তাপমাত্রা দ্রুত বাড়ে। আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ৯৮ শতাংশ। চলতি মাসের শেষের দিকে হালকা শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার শঙ্কাও রয়েছে।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































