
ফাইল ছবি
দেশজুড়ে প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন। রাজধানী ঢাকাসহ আটটি জেলার ওপর দিয়ে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এসব জেলার মধ্যে রয়েছে চুয়াডাঙ্গা, ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, রাজশাহী, সিরাজগঞ্জ ও যশোর।
রোববার (১১ মে) আবহাওয়া অধিদফতরের দেয়া তথ্য অনুযায়ী, ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে রেকর্ড করা হয়েছে। একই দিনে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়। যা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস।
এ ছাড়া দেশের অন্যান্য এলাকায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ চলছে। অতিরিক্ত গরমের কারণে জনজীবন চরম দুর্ভোগে পড়েছে। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও রোগীরা চরম ভোগান্তিতে রয়েছেন।
আরও পড়ুন>>>নিরবে আলো ছড়ায় ‘জীবন তরী’ ভাসমান হাসপাতাল
তবে কিছুটা স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদফতর। সোমবার (১২ মে) ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় ও ঢাকা বিভাগের কোনো কোনো অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
এ ধরনের আবহাওয়া পরিস্থিতির কারণে দেশের অনেক জায়গায় দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমে আসতে পারে। রাতের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে বলে জানানো হয়েছে। ফলে কোথাও কোথাও চলমান তাপপ্রবাহ কিছুটা কমে আসতে পারে।
সামনের দিনগুলোতে বৃষ্টির পরিমাণ বাড়লে তাপপ্রবাহ কমতে পারে বলে আশা করা হচ্ছে। তবে ততক্ষণ পর্যন্ত জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিশেষ করে রোদে বাইরে বের হওয়ার সময় ছাতা ব্যবহার, পর্যাপ্ত পানি পান ও হিটস্ট্রোকের লক্ষণ সম্পর্কে সচেতন থাকার আহবান জানানো হয়েছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।