
ফাইল ছবি
মূল্যসূচকের বড় উত্থানে এক বছরেরও বেশি সময় পর ঢাকার শেয়ারবাজারে (ডিএসই) লেনদেন ছাড়িয়েছে ১ হাজার ৩০০ কোটির ঘর। এসময় ডিএসইর প্রধান সূচক বেড়েছে ১০ দশমিক ৬৯ পয়েন্ট। এছাড়া, শেয়ারদর বেড়েছে ৪৬ ভাগ প্রতিষ্ঠানের। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচকও বেড়েছে ৭৮ দশমিক ৭৬ পয়েন্টের বেশি।
বুধবার (০৩ সেপ্টেম্বর) দিনের শুরু থেকেই ইতিবাচক ছিল ঢাকার শেয়ারবাজার। প্রথম ২০ মিনিটে প্রধান সূচক বাড়ে প্রায় ৩৯ পয়েন্ট। তবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় সূচকের উত্থান-পতন। দিনশেষে ডিএসইএক্স সূচক ১০ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৩১ পয়েন্টে।
সূচকের সঙ্গে ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণও। বুধবার লেনদেন হয়েছে ১ হাজার ৩৯৭ কোটি ৫৬ লাখ টাকা, যা এক বছরে সর্বোচ্চ। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে ১১৯ কোটি ৫০ লাখ টাকা।
হাতবদলে অংশ নেয়া ৩৯৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৪টি প্রতিষ্ঠানের শেয়ারের। কমেছে ১৬৫টি এবং অপরিবর্তিত ৪৭টি প্রতিষ্ঠানের শেয়ারদর।
সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম সিটি ব্যাংক, ওরিয়ন ইনফিউশন দ্বিতীয় আর তৃতীয় অবস্থানে ইস্টার্ন ব্যাংক। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম ইনটেক, জাহিনটেক্স দ্বিতীয়, তৃতীয় নুরানী ডাইং।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ৭৮ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৭৩১ পয়েন্টে। লেনদেন হয়েছে ২১ কোটি ১১ লাখ টাকার শেয়ার।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।