Apan Desh | আপন দেশ

শেয়ারবাজারে মূলধন কমেছে ৬ হাজার ৬৫৬ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৭, ২৩ আগস্ট ২০২৫

শেয়ারবাজারে মূলধন কমেছে ৬ হাজার ৬৫৬ কোটি টাকা

ফাইল ছবি

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) বিদায়ী সপ্তাহে (১৭ থেকে ২১ আগস্ট) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেনে শেষ হয়েছে। এ সময়ে ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে। তবে উভয় শেয়ারবাজারে বিদায়ী সপ্তাহে বাজার মূলধন কমেছে ৬ হাজার ৬৫৬ কোটি ৬৪ লাখ টাকা।

শনিবার (২৩ আগস্ট) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৪ দশমিক ৭১ পয়েন্ট বা ০ দশমিক ৪৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৭৪ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ১৫ দশমিক ৬২ পয়েন্ট বা ০ দশমিক ৭৫ শতাংশ বেড়ে ২ হাজার ৮৯ পয়েন্টে, ডিএসই শরিয়াহ সূচক ১৭ দশমিক ১৭ পয়েন্ট বা ১ দশমিক ৪৮ শতাংশ বেড়ে ১ হাজার ১৮০ পয়েন্টে ও ডিএসএমইএক্স সূচক (এসএমই ইনডেক্স) ১৩ দশমিক ৬৭ পয়েন্ট বা ১ দশমিক ৪২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯৫২ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৮ হাজার ১৮১ কোটি ২৫ লাখ টাকা। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন ছিল ৭ লাখ ১১ হাজার ৬৮৩ কোটি ৩ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৩ হাজার ৫০১ কোটি ৭৭ লাখ টাকা।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ৪ হাজার ৫৩৫ কোটি ৬৯ লাখ টাকা। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ৪৪৫ কোটি ৯৪ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১ হাজার ৮৯ কোটি ৭৪ লাখ টাকা।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ২৪১টির, দর কমেছে ১২৯টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৪টির। তবে লেনদেন হয়নি ১৯টির।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫২ দশমিক ১৬ পয়েন্ট বা ০ দশমিক ৩৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ২৪ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসই-৩০ সূচক ০ দশমিক ৩৮ শতাংশ বেড়ে ১৩ হাজার ২৮৮ পয়েন্টে, সিএসসিএক্স সূচক ০ দশমিক ৩০ শতাংশ বেড়ে ৯ হাজার ২১৮ পয়েন্টে, সিএসআই সূচক ১ দশমিক ২৪ শতাংশ বেড়ে ৯৫৭ পয়েন্টে এবং এসইএসএমইএক্স (এসএমই ইনডেক্স) ০ দশমিক ০৬ শতাংশ কমে ১ হাজার ৮৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ১৮ হাজার ৯৩৬ কোটি ৬৯ লাখ টাকা। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসে সিএসইর বাজার মূলধন ছিল ৭ লাখ ২২ হাজার ৯১ কোটি ৫৭ লাখ টাকা। টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৩ হাজার ১৫৪ কোটি ৮৭ লাখ টাকা।

বিদায়ী সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ৬৮ কোটি ৮৭ লাখ টাকা। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৭৫ কোটি ৭৮ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ৬ কোটি ৯১ লাখ টাকা।

বিদায়ী সপ্তাহে সিএসইতে মোট ৩১৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১৯২টির, দর কমেছে ১১০টির ও অপরিবর্তিত রয়েছে ১৬টির শেয়ার ও ইউনিট দর।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়