Apan Desh | আপন দেশ

শেয়ারবাজারে সপ্তাহের শুরুতেই বড় পতন

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩০, ১০ আগস্ট ২০২৫

শেয়ারবাজারে সপ্তাহের শুরুতেই বড় পতন

প্রতীকী ছবি

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১০ আগস্ট) দেশের শেয়ারবাজারে বড় ধরনের পতন হয়েছে। প্রধান দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) উভয় জায়গাতেই সূচক কমেছে। বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। যদিও লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে।

ডিএসই'র চিত্র ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৫৭.০৩ পয়েন্ট। দিন শেষে সূচকটি দাঁড়িয়েছে ৫ হাজার ৩৫১ পয়েন্টে। এছাড়া, ডিএসইতে শরিয়াহ সূচক ৮.০৭ পয়েন্ট কমে ১ হাজার ১৬২ পয়েন্টে ও ডিএস৩০ সূচক ৩১.০৫ পয়েন্ট কমে ২ হাজার ৬৬ পয়েন্টে নেমে এসেছে।

আজ ডিএসইতে মোট ৪০১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১০৯টির, কমেছে ২৪৭টির ও অপরিবর্তিত রয়েছে ৪৫টির।

লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে বেড়েছে। আজ মোট ৭৬০ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে এ পরিমাণ ছিল ৭০৬ কোটি ৪০ লাখ টাকা।

সিএসই'র চিত্র চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র দেখা গেছে। সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১৫৬.৮১ পয়েন্ট। এটি ১৫ হাজার ৩৬ পয়েন্টে নেমে এসেছে। এছাড়া, সিএসসিএক্স সূচক ৯৬.৩৭ পয়েন্ট কমে ৯ হাজার ২২০ পয়েন্টে, শরিয়াহ সূচক ৬.০৩ পয়েন্ট কমে ৯৫০.২৪ পয়েন্টে ও সিএসই৩০ সূচক ১৯১.৯৯ পয়েন্ট কমে ১৩ হাজার ২৪৫ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ২২২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫৮টির, কমেছে ১৩৯টির ও অপরিবর্তিত রয়েছে ২৫টির।

সিএসইতে আজ মোট লেনদেন হয়েছে ২৫ কোটি ৯২ লাখ টাকা। যা আগের দিনের ২৫ কোটি ১৬ লাখ টাকার তুলনায় সামান্য বেশি।

বাজার বিশ্লেষকদের মন্তব্য বাজার বিশ্লেষকরা বলছেন, এ পতন সাময়িক হতে পারে। তবে বিনিয়োগকারীদের সতর্ক থাকতে হবে। বিশেষ করে যারা নতুন বিনিয়োগ করছেন, তাদের বাজার পরিস্থিতি ভালোভাবে পর্যবেক্ষণ করা উচিত।

তারা আরও বলেন, লেনদেন কিছুটা বাড়লেও অধিকাংশ শেয়ারের দাম কমে যাওয়ায় বোঝা যায় যে বাজারে বিক্রি করার চাপ বেশি ছিল। আগামী কার্যদিবসে বাজার কোন দিকে যায়, তা দেখার জন্য অপেক্ষা করতে হবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়