
সংগৃহীত ছবি
ভালোবাসার টানে সুদূর চীন থেকে বাংলাদেশে এসেছেন এক যুবক। তার নাম ইয়ং সং সং (২৬)। তিনি দিনাজপুর জেলার বিরল উপজেলার এক তরুণীকে ভালোবেসেছেন। সে তরুণীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন তিনি।
তরুণীর নাম সুরভী আক্তার (১৯)। তারা দুজন ভার্চুয়াল অ্যাপের মাধ্যমে পরিচিত হন। প্রায় এক বছর ধরে তাদের সম্পর্ক।
চীনের জিয়াংসু প্রদেশের ২৬ বছর বয়সী তরুণ প্রকৌশলী (ইঞ্জিনিয়ার) ইয়ং সং সং এবং বাংলাদেশের দিনাজপুরের ১৯ বছর বয়সী তরুণী সুরভী আক্তার-এর পরিচয় হয় 'হ্যালো ট্যাক' নামের একটি অ্যাপের মাধ্যমে। সুরভী বিরল উপজেলার রাণীপুকুর ইউনিয়নের কাজিপাড়া শিমুলতলা গ্রামের অটোচালক নূর হোসেন বাবু ও গৃহিণী সাথী আক্তারের মেয়ে। তাদের পরিচয় ধীরে ধীরে গভীর বন্ধুত্বে ও পরবর্তীতে প্রেমে রূপ নেয়।
ভালোবাসার এ সম্পর্ককে বাস্তবে রূপ দিতে ইয়ং সং সং গত ৪ আগস্ট চীন থেকে বাংলাদেশে আসেন। দীর্ঘ যাত্রার পর তিনি ১০ আগস্ট সন্ধ্যায় প্রেমিকা সুরভীর বাড়িতে পৌঁছান। চীনা যুবককে দেখে সুরভীর পরিবার ও স্থানীয়রা অবাক হন।
সুরভীর পরিবার ইয়ং সং সং-এর পরিচয় ও তার প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করছেন। তারা জানিয়েছেন, সবকিছু ঠিকঠাক থাকলে দ্রুতই তাদের বিয়ে সম্পন্ন হবে। ইয়ং সং সং পেশায় একজন নির্মাণ প্রকৌশলী। তার বাবার নাম মৃত ইউয়ান সিকি ও মায়ের নাম লিউ ফেনহং।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।