Apan Desh | আপন দেশ

নির্বাচনে লড়তে চাকরি ছাড়লেন রাজ্জাক

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৮, ২৭ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৭:২৮, ২৭ সেপ্টেম্বর ২০২৫

নির্বাচনে লড়তে চাকরি ছাড়লেন রাজ্জাক

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকের দায়িত্ব ছাড়লেন আব্দুর রাজ্জাক। তবে বিসিবি থেকে দূরে সরে যাচ্ছেন না তিনি। বিসিবির সঙ্গে সম্পর্কটা আরও জোরালো করতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন সাবেক বাঁহাতি স্পিনার।

শনিবার (২৭ সেপ্টেম্বর) খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে মনোনয়ন নিয়েছেন আব্দুর রাজ্জাক। বিসিবি নির্বাচনে পরিচালক পদে লড়বেন তিনি।

এনসিএল টি-টোয়েন্টি জন্য ছিলেন সিলেটে ছিলেন রাজ্জাক। আজ দুপুররে সিলেট থেকে ঢাকা এসেছেন তিনি। ঢাকায় এসেই বিসিবি ভবনে গিয়ে আলোচনা করেছেন।

আরওপড়ুন<<>>৪১ বছরের ইতিহাসে প্রথমবার ফাইনালে ভারত-পাকিস্তান

এরপরই সিদ্ধান্ত নেন নির্বাচকের পদ ছাড়ার। রাজ্জাকের পদত্যাগ পত্র গ্রহণ করেছে বিসিবি। ইতোমধ্যে বিসিবি নির্বাচনের পরিচালক পদের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিনি।

আগামী ০৬ অক্টোবর বিসিবির আসন্ন পরিচালনা পর্ষদের নির্বাচন। তার আগে চলছে তফসিলের কাজ।  এ কারণে সকাল থেকে মুখর শেরে-ই-বাংলা প্রাঙ্গন। দুপুর দেড়টা পর্যন্ত বেশ কিছু ফর্ম ক্রয় করেছেন কাউন্সিলররা।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়