Apan Desh | আপন দেশ

চ্যাটজিপিটিতে যুক্ত হচ্ছে ‘পারসোনালিটি’

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৫:২৫, ২৬ জুলাই ২০২৫

চ্যাটজিপিটিতে যুক্ত হচ্ছে ‘পারসোনালিটি’

প্রতীকী ছবি

চ্যাটজিপিটিতে যুক্ত হচ্ছে নতুন ফিচার ‘পারসোনালিটি’। ওপেনএআই জানিয়েছে, ধাপে ধাপে এ সুবিধা উন্মুক্ত করা হবে বিশ্বের বিভিন্ন অঞ্চলের ব্যবহারকারীদের জন্য। 

নতুন এ সুবিধা কাজে লাগিয়ে ব্যবহারকারীরা চাইলেই নিজেদের প্রয়োজন অনুযায়ী চ্যাটজিপিটির প্রতিক্রিয়া ও আচরণের ধরন বেছে নিতে পারবেন।

চ্যাটজিপিটি সাধারণত তথ্য বিশ্লেষণ, যুক্তিনির্ভর আলোচনা ও প্রোগ্রামিংয়ের কাজে দক্ষ। তবে অনেক ব্যবহারকারীর অভিযোগ, চ্যাটজিপিটির আচরণ খানিকটা অনুভূতিহীন। অন্যদিকে মাইক্রোসফটের কোপাইলট চ্যাটবট তুলনামূলকভাবে বেশি প্রাণবন্ত ও ব্যক্তিকেন্দ্রিক। নতুন পারসোনালিটি সুবিধার মাধ্যমে এবার চ্যাটজিপিটিতেও নিজেদের কাঙ্ক্ষিত ধরন নির্বাচন করে স্বচ্ছন্দে ব্যবহার করা যাবে।

ওপেনএআইয়ের তথ্য মতে, পারসোনালিটি সুবিধা কাজে লাগিয়ে ব্যবহারকারীরা চাইলে চ্যাটজিপিটির কাজে ধরন ও আচরণ বদলে নিতে পারবেন। যেমন, ‘সিনিক’ মোডে চ্যাটজিপিটি ঠান্ডা মেজাজে ব্যবহারকারীদের প্রশ্নের উত্তর জানাবে। এমনকি মাঝেমধ্যে কটাক্ষমিশ্রিত ভঙ্গিতে কথা বলবে। যাঁরা অতিরিক্ত প্রশংসা এড়িয়ে চলতে চান, তাদের জন্য এই মোড উপযুক্ত। এ ছাড়া আরও কয়েকটি ব্যক্তিত্বের মোড ব্যবহার করা যাবে চ্যাটজিপিটিতে। ‘রোবট’ মোডে চ্যাটজিপিটি কথা বলবে সংক্ষিপ্ত, কার্যকর ও নিরপেক্ষ ভঙ্গিতে। ‘লিসেনার’ মোডে হবে মনোযোগী ও সহানুভূতিশীল। আর ‘সেইজ’ মোডে চ্যাটজিপিটির আচরণ হবে উৎসাহী, কৌতূহলি ও জ্ঞানভিত্তিক।

পারসোনালিটি সুবিধা এখনো ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়নি। ওপেনএআই জানিয়েছে, ধাপে ধাপে এটি বিশ্বের বিভিন্ন অঞ্চলের ব্যবহারকারীদের জন্য চালু করা হবে। ব্যবহারকারীরা  চ্যাটজিপিটির প্রোফাইল আইকনে ক্লিক করে ‘কাস্টমাইজ চ্যাটজিপিটি’ অপশন থেকে সহজেই পারসোনালিটি সুবিধা চালু করতে পারবেন। সূত্র: ব্লিপিং কম্পিউটার

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়