
এনসিপি নেতা ইমামুর রশিদ ইমন। ছবি: সংগৃহীত
ঢাকায় সোহাগ নামে এক যুবকের হত্যাকাণ্ডের পর দেশে চাঁদাবাজি নিয়ে চলছে তীব্র আলোচনা। এমন পরিস্থিতিতে চাঁদাবাজির ভিডিও ভাইরাল হয়েছে এনসিপির কেন্দ্রীয় নেতার।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং শিক্ষাবিদ ড. এ কে এম ওয়াহিদুজ্জামান ফেসবুকে ভিডিওটি শেয়ার করেন। রোববার (১৩ জুলাই) বিকেলে ভিডিওটি পোস্ট করার পরপরই তা ভাইরাল হয়ে যায়।
ওই ভিডিওতে চাঁদাবাজির অভিযোগ ওঠে এনসিপি (ন্যাশনালিস্ট কনজারভেটিভ পার্টি)-এর কেন্দ্রীয় সদস্য ইমামুর রশিদ ইমনের বিরুদ্ধে। ভিডিওটি চলতি বছরের ১৪ মে বসুন্ধরা আবাসিক এলাকায় ধারণ করা হয় বলে জানা গেছে।
ভিডিওতে দেখা যায়, ইমন এক নারীর কাছ থেকে সাত লাখ টাকা গ্রহণ করছেন। ভিডিওতে সে নারীকে বলতে শোনা যায়, এখানে সাত লাখ টাকা। ১০ লাখ থাকার কথা ছিল ভাইয়া। একটু ক্রাইসিস বুঝেন না!
উত্তরে ইমন বলেন, ভাইকে বলছেন? নারী তখন বলেন, হ্যাঁ, বলেছি। ভিডিওর এ অংশ ঘিরে সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই এনসিপির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।
বিএনপির নেতা ওয়াহিদুজ্জামান এই ভিডিও পোস্ট করে লিখেছেন, যারা দেশের নাম করে জনগণের পকেট কাটে তাদের মুখোশ উন্মোচন করাই এখন সময়ের দাবি।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।