Apan Desh | আপন দেশ

‘পিস টিভি বাংলা’ চালু করতে সরকারকে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৭, ১৩ জুলাই ২০২৫

আপডেট: ২২:২৮, ১৩ জুলাই ২০২৫

‘পিস টিভি বাংলা’ চালু করতে সরকারকে আইনি নোটিশ

ফাইল ছবি।

ডা. জাকির নায়েক পরিচালিত ‘পিস টিভি বাংলা’ আবারো চালু করার দাবি জানিয়ে সরকারের সংশ্লিষ্টদের প্রতি আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

নোটিশে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বিবাদী করা হয়েছে। রোববার (১৩ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী আশরাফ উজ্জামান এ আইনি নোটিশটি পাঠান। নোটিশ পাঠানোর বিষয়টি  নিশ্চিত করেন আইনজীবী নিজে।

২০১৬ সালের জুলাইয়ে ঢাকায় হোলি আর্টিসানে হামলাকারীদের একজন জাকির নায়েকের অনুসারী ছিল এবং তার বক্তব্য দ্বারা উদ্বুদ্ধ হয়েছিল, এমন অভিযোগের ভিত্তিতে পিস টিভি বন্ধ করে দেয়া হয়।

আরওপড়ুন<<>>টিউলিপ সিদ্দিকীর মামলায় স্থগিতাদেশ, আপিল করবে দুদক

তবে জুলাই অভ্যুত্থানের পরে গত ১৯ আগস্ট নিজের ইউটিউব চ্যানেলে প্রচারিত এক প্রশ্নোত্তর পর্বে ডা. জাকির নায়েক জানান, পিস টিভি বাংলাসহ ইংরেজি, উর্দু ও চাইনিজ ভাষায় চালু আছে। স্যাটেলাইট সম্প্রচার বন্ধ হয়নি। বাংলাদেশ ও ভারতে পিস টিভির ডাউনলিংকের অনুমতি না থাকায় ক্যাবল অপারেটররা তা বন্ধ রেখেছেন।

তিনি বলেন, স্যাটেলাইট মাধ্যমে চালু থাকলেও যেহেতু বাংলাদেশে ক্যাবল নেটওয়ার্কে সম্প্রচার বন্ধ আছে। তাই সেটা চালুর প্রক্রিয়া চলমান। আবেদনও করা হয়েছে। বাংলাদেশের অন্তর্র্বতী সরকার অনুমতি দিলে কয়েক দিন বা কয়েক সপ্তাহের মধ্যে তা চালু হবে। এরই মধ্যে ‘পিস টিভি বাংলা’ চালুর দাবিতে লিগ্যাল নোটিশ পাঠান আইনজীবী আশরাফ উজ্জামান।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়