
সংগৃহীত ছবি
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে পরিষ্কার ফেভারিট হিসেবে খেলতে নেমেছে স্বাগতিক বাংলাদেশ। আগেরদিন প্রতিপক্ষ তিন দলই তাদের সমীহ করার কথা জানিয়েছিল।
শুক্রবার (১১ জুলাই) টুর্নামেন্টের প্রথম ম্যাচেও সেই প্রমাণ মিলেছে কিংস অ্যারেনায়। শ্রীলঙ্কান মেয়েদের বিপক্ষে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। শেষপর্যন্ত আফিদা খন্দকারের দল তাদের ৯-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে। হ্যাটট্রিক করেছেন মোসাম্মৎ সাগরিকা।
বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ থেকে শুরু হয়েছে অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টের উদ্বোধনী হয় বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে। দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে বাংলাদেশের শ্রেষ্ঠত্ব আগেই ছিল। কিছুদিন আগেই তারা নারী এশিয়া কাপে প্রথমবারের মতো জায়গা নিশ্চিত করে। সেই সিনিয়র দলের আটজন অ-২০ দলেও রয়েছেন। ফলে স্বাগতিক বাংলাদেশের বয়সভিত্তিক সাফে শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারানো স্বাভাবিকই।
লঙ্কানদের বিপক্ষে সাগরিকার হ্যাটট্রিক, মুনকি আক্তারের জোড়া গোল এবং স্বপ্না রানী, রুপা, শান্তি মার্দি ও শিখা আক্তার একটি করে গোল করেছেন। ৯০ মিনিট শেষে ইনজুরি সময়ে শ্রীলঙ্কা এক গোল পরিশোধ করে।
মিয়ানমারে এশিয়ান কাপ বাছাইয়ের ২৩ জনের আটজনকেই এ ম্যাচের একাদশে রাখেন কোচ পিটার বাটলার। লঙ্কানরা বাংলাদেশের আক্রমণ সামলাতেই বেশি ব্যস্ত ছিল। ম্যাচের দ্বিতীয় মিনিটে ফ্রি-কিক থেকে দারুণ এক গোলে বাংলাদেশকে এগিয়ে দেন স্বপ্না রানী। চতুর্থ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে এগিয়ে গিয়ে ব্যবধান দ্বিগুণ করেন মুনকি আক্তার। ৩৭ মিনিটে সিনহা জাহান শিখার ক্রস আটকাতে এগিয়ে আসেন থারুশিকা। বল তার পায়ের ফাঁক দিয়ে চলে যায় সাগরিকার কাছে। গোল করতে কোনো ভুল করেননি এই ফরোয়ার্ড।
বিরতির পর অধিনায়ক আফিদা খন্দকারসহ তিনজনকে উঠিয়ে নেন কোচ বাটলার। এতে অবশ্য বাংলাদেশের খেলার ধার কমেনি মোটেও। দ্বিতীয়ার্ধের শুরুতেই সাগরিকার কাটব্যাকে গোলমুখে আনমার্কড থাকা মুনকি গোল করেন। ৫০ মিনিটে বাঁ দিক থেকে আসা ক্রস দারুণ প্লেসিং শটে জালে জড়ান শিখা৷ তিন মিনিট পর একক প্রচেষ্টায় এগিয়ে বক্সে ঢুকে নিচু শটে ব্যবধান বাড়ান সাগরিকা।
পাঁচ মিনিট পর পূজার কাট ব্যাকে প্লেসিং শটে হ্যাটট্রিক পূরণ করেন এই ফরোয়ার্ড। ৮৩ মিনিটে রুপা বাংলাদেশের হয়ে অষ্টম গোল করেন। ইনজুরি সময়ে শ্রীলঙ্কার লালিয়ান এক গোল শোধ দেন। শেষ বাঁশি বাজার আগমুহূর্তে বাংলাদেশের হয়ে শেষ গোলটি করেন শান্তি।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।