
ছবি: আপন দেশ
কুড়িগ্রামে ড. আতিক মুজাহিদের পক্ষ থেকে পৌরসভার সওদাগর পাড়া এলাকার কবরস্থানে ফলজ বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) বিকেল ৪টার দিকে জাতীয় যুব শক্তি, কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে এ বৃক্ষরোপণ কর্মসূচি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় যুব শক্তি, কুড়িগ্রাম জেলা শাখার আহবায়ক এম রশিদ আলী, সদস্য সচিব তারিকুজ্জামান তমাল, মুখ্য সংগঠক হাফিজুর রহমান বাবু, সিনিয়র যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসানসহ জেলা নেতৃবৃন্দ ও মাওলানা মুফতি নুরুদ্দিন কাসেমী, মো. সাব্বির রহমান, আইয়ুব ইসলামসহ স্থানীয় মুসল্লিবৃন্দ।
জাতীয় যুব শক্তির আহবায়ক এম রশিদ আলী বলেন, আমাদের আসল ঠিকানা কবরস্থান। এ কবরস্থান দেড়যুগ ধরে অবহেলিত। তা দেখে খুব কষ্ট লাগলো। এ কারণে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কবরস্থানের উন্নয়ন করা হবে, ইনশাআল্লাহ।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।