Apan Desh | আপন দেশ

পুলিশ কুস্তি-বক্সিংয়ে চ্যাম্পিয়ন ডিএমপি 

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৯:৫১, ১১ জুলাই ২০২৫

আপডেট: ২০:৩০, ১১ জুলাই ২০২৫

পুলিশ কুস্তি-বক্সিংয়ে চ্যাম্পিয়ন ডিএমপি 

ছবি: আপন দেশ

বাংলাদেশ পুলিশ কুস্তি ও বক্সিং চ্যাম্পিয়নশিপ-২০২৪ এর চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ জুলাই) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

প্রতিযোগিতায় চমৎকার ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে পুরুষ ও নারী উভয় বিভাগে কুস্তিতে ডিএমপি চ্যাম্পিয়ন ও চট্টগ্রাম রেঞ্জ রানারআপ হয়েছে। বক্সিং প্রতিযোগিতায়ও ডিএমপি চ্যাম্পিয়ন ও সিএমপি রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম, বিপিএম। তিনি প্রতিযোগিতা উপভোগ করেন ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল (লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) ও বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিক্স, কুস্তি, বক্সিং, শরীরগঠন ও ভারোত্তোলন ক্লাবের সভাপতি মোসলেহ উদ্দিন আহমদ বিপিএম-সেবা।

আইজিপি বাহারুল আলম বলেন,

“পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ক্রীড়াক্ষেত্রে পুলিশের সদস্যদের এমন অনবদ্য অবদান নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ পুলিশের ক্রীড়াবিদদের অংশগ্রহণ আমাদের গর্বিত করে।”

তিনি আরও বলেন,

“কুস্তি ও বক্সিংয়ের মতো খেলাধুলা শুধু দক্ষতা নয়, বরং সদস্যদের মানসিক দৃঢ়তা ও শারীরিক সক্ষমতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও পুলিশের ক্রীড়া উন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, বাংলাদেশ পুলিশ কুস্তি ও বক্সিং চ্যাম্পিয়নশিপ-২০২৪ এ বিভিন্ন ইউনিটের মোট ৮৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

আপন দেশ/এমবি

 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়