Apan Desh | আপন দেশ

‘রাজনৈতিক দলগুলো একমত হলে ৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র’

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৯:২৩, ১১ জুলাই ২০২৫

আপডেট: ১৯:৩২, ১১ জুলাই ২০২৫

‘রাজনৈতিক দলগুলো একমত হলে ৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র’

বক্তব্য দেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রাজনৈতিক দলগুলো ঐকমত্য হলে ৫ আগস্ট জুলাই ঘোষণা পত্র দেয়া হবে। এ তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, জাতীয় স্বার্থে দলগুলো ঐকমত্যে পৌঁছাবে।

তিনি বলেন, ২০২৪ সালের ১১ জুলাই ছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। সে দিন কোটা সংস্কার আন্দোলনে সাহসী ভূমিকা রাখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ দিনকে ‘জুলাই আন্দোলনের প্রথম প্রতিরোধ দিবস’ ঘোষণা করা হলো। এ  ঘোষণা দিয়েছেন 

শুক্রবার (১১ জুলাই) বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে আয়োজিত ‘গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার প্রথম প্রতিরোধ দিবস-১১ জুলাই’ শীর্ষক স্মৃতির মিনার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হায়দার আলী।

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন,

“কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ১১ জুলাই যে প্রতিরোধ গড়ে তুলেছিল, তা সারা দেশের আন্দোলনকারীদের সাহস যুগিয়েছিল। ওই দিন বিকেলে যখন রাজধানীর শাহবাগে আমাদের কেন্দ্রীয় কর্মসূচি চলছিল, তখন খবর আসে- কুবির ছাত্রদের ওপর হামলা হয়েছে। খবরটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে, সারা দেশে ক্ষোভের বিস্ফোরণ ঘটে। আন্দোলন নতুন গতি পায়।”

তিনি আরও বলেন,

“আপনারা শুধু ব্লকেড কর্মসূচি সফল করেননি, রাত ১১টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন। সে প্রতিরোধ কোটা সংস্কার আন্দোলনে নতুন আশা ও সাহসের সঞ্চার করে। আপনারা প্রমাণ করেছেন— ‘বাঁধা দিলে বাধবে লড়াই’ কেবল স্লোগান নয়, তা বাস্তব সত্য।”

আসিফ মাহমুদ তার ঘোষণায় বলেন,

“আজকের দিনটিকে আমি ‘প্রথম প্রতিরোধ দিবস’ হিসেবে ঘোষণা করছি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যে ‘জুলাই মিনার’ স্থাপন করা হচ্ছে, তাকে আমি সাধুবাদ জানাই। পাশাপাশি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সেই স্থানে— যেখানে শিক্ষার্থীরা ব্লকেড করে ঐতিহাসিক প্রতিরোধ গড়েছিল— ‘প্রতিরোধ মিনার’ স্থাপন করবে সরকার।”

তিনি জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে কুবির শিক্ষার্থীদের জন্য তিনটি বাস উপহার দেয়া হবে। যা তাদের আন্দোলনের প্রতি সম্মান প্রদর্শনের একটি প্রতীক।

অনুষ্ঠান শেষে উপদেষ্টা আসিফ মাহমুদ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ‘জুলাই মিনার’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়