Apan Desh | আপন দেশ

নুরিকে দাঁড়াতেই দিলেন না আলকারাজ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১১:২০, ৯ জুলাই ২০২৫

নুরিকে দাঁড়াতেই দিলেন না আলকারাজ

কার্লোস আলকারাজ

এবারের উইম্বলডনে দুর্দান্ত খেলছিলেন ক্যামেরন নুরি। তাকে নিয়ে স্বপ্ন দেখছিল ব্রিটিশরা। তাদের স্বপ্নের পালে হাওয়া লাগিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিলেন এ ইংলিশ তারকা। কিন্তু তার স্বপ্ন ভাঙলেন দুইবারের চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ। 

২২ বছরের আলকারাজ দাঁড়াতেই দিলেন না নুরিকে। ১ ঘণ্টা ৩৯ মিনিটে একপেশে ম্যাচ জিতে শেষ চারে পৌঁছে গেলেন রাফায়েল নাদালের শিষ্য। তিনি ম্যাচ জিতেছেন ৬-২, ৬-৩, ৬-৩ গেমে। সেন্টার কোর্টে প্রথম থেকেই দাপট ছিল আলকারাজের। একের পর এক ‘এস’ সার্ভিস করে কোণঠাসা করেছিলেন নুরিকে। ব্রেক পয়েন্ট কাজে লাগানোর ক্ষেত্রেও প্রতিপক্ষের থেকে অনেকটা এগিয়ে থাকলেন আলকারাজ।

ম্যাচ শেষে এটাকে এবারের টুর্নামেন্টে নিজের সেরা বললেন আলকারাজ, আমার আত্মবিশ্বাস অনেক উঁচুতে ছিল। উইম্বলডনের আরেকটি সেমিফাইনালে পৌঁছে ভীষণ খুশি আমি। এ পর্যন্ত এই ম্যাচটা ছিল এবারের টুর্নামেন্টে আমার সেরা।

সেমিফাইনালে আলকারাজের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিৎজ। কোয়ার্টার ফাইনালে তার প্রতিপক্ষ ছিলেন ১৭তম বাছাই কারেন খাচানভ। ২ ঘণ্টা ৩৬ মিনিটের লড়াইয়ে ফ্রিৎজ জেতেন ৬-৩, ৬-৪, ১-৬, ৭-৬ (৭-৪)। প্রথম দু’টি সেট জিতে ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর কিছুটা ছন্দ পতন হয়ে ফ্রিৎজের। সুযোগ কাজে লাগাতে ভুল করেননি বিশ্বের সাবেক আট নম্বর খাচানভ। চতুর্থ সেটেও হাড্ডাহাড্ডি লড়াই হয় দু’পক্ষের। শেষ পর্যন্ত সেমিফাইনালে পৌঁছান ফ্রিৎজ।

এদিকে চলমান উইম্বডলনের সবচেয়ে বড় অঘটনটা ঘটতে পারত মঙ্গলবার (০৮ জুলাই)। মেয়েদের শীর্ষ বাছাই আরিয়ানা সাবালেঙ্কা ছিটকে যেতে পারতেন কোয়ার্টার ফাইনালে। তবে জার্মানির অবাছাই খেলোয়াড় লরা সিগমুন্ড পাল্লা দিয়ে লড়লেও হেরে গেছেন অভিজ্ঞতায়। প্রথম সেট হেরে ঘুরে দাঁড়ানো সাবালেঙ্কা জিতেছেন ৪-৬, ৬-২, ৬-৪ গেমে। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়