Apan Desh | আপন দেশ

ভারতের প্রো-কাবাডির নিলামে দশ বাংলাদেশি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪৪, ২১ মে ২০২৫

ভারতের প্রো-কাবাডির নিলামে দশ বাংলাদেশি

ছবি : আপন দেশ

ভারতে ফ্র্যাঞ্চাইজি আসর প্রো-কাবাডি লিগের ১২তম আসর শুরু হচ্ছে আগস্টে। তার আগে ৩১ মে ও ১ জুন অনুষ্ঠিত হবে প্রো-কাবাডি লিগের নিলাম। বাংলাদেশের কাবাডির জন্য সুখবর হচ্ছে এবার সর্বোচ্চ ১০জন খেলোয়াড় চাওয়া হয়েছে প্রো কাবাডির নিলামে। 

বাংলাদেশ কাবাডি ফেডারেশন যে দশ জনের নাম পাঠিয়েছে এরা হলেন মিজানুর রহমান, লিটন আলী, আরিফ রব্বানী, রাসেল হাসান, রাজীব আহমেদ, রোমান হোসাইন, দ্বীপায়ন গোলদার, মনিরুল চৌধুরী, আল আমিন ও শাহ মোহাম্মেদ শাহান। 

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ জানিয়েছেন, নতুন কমিটি দায়িত্ব নেয়ার পর আমাদের মাঝে অনেক চ্যালেঞ্জ ছিল। প্রথমত আমরা নেপাল কাবাডি লিগে ছয়জন খেলোয়াড় পাঠিয়েছি। এবার প্রো কাবাডি লিগের নিলামের জন্য আমরা দশজন খেলোয়াড় বাছাই করে তাদের নাম পাঠিয়েছি। 

তিনি বলেন, খেলোয়াড় বাছাইয়ের ক্ষেত্রে আমাদের একটা সিলেকশন কমিটি রয়েছে। সে কমিটি সবকিছু যাচাই করে খেলোয়াড় নির্বাচন করেছে। এখানে নিলামে তিনজন খেলোয়াড় প্রাধান্য পাবে যারা সাম্প্রতিক আসরগুলোতে খেলে এসেছে। এ তিনজন খেলোয়াড় হচ্ছে মিজান, লিটন, আরিফ রব্বানী। 

প্রো কাবাডির নিলামের জন্য ইরানের পরই বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি খেলোয়াড় চাওয়া হয়েছে। কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ বলেন, প্রো কাবাডির নিলামে এই মুহূর্তে আমরা দ্বিতীয় অবস্থানে আছি। ইরানের পরই আমাদের অবস্থান। আমাদের এখান থেকে দশজন চেয়েছে। নেপাল, কেনিয়া, থাইল্যান্ড সে সব দেশে আমাদের চেয়ে কম সংখ্যক খেলোয়াড় চাওয়া হয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়