
ফাইল ছবি
প্রিমিয়ার ফুটবল লিগের শিরোপা নিশ্চিত হওয়ার পর নিয়ম রক্ষার ম্যাচে মাঠে নেমেছিল মোহামেডান। কুমিল্লায় শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে রহমতগঞ্জের বিপক্ষে ওই ম্যাচ প্রচণ্ড বৃষ্টির কারণে ১৮ মিনিট খেলা হওয়ার পর বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার আগে সাদা-কালোরা এগিয়ে ছিল ২-১ গোলে। তবে ম্যাচটি বাতিল হয়নি।
বুধবার (২১ মে) দুপুর একটায় একই মাঠে ম্যাচের বাকি সময়ের খেলা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২০ মে) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এ তথ্য জানিয়েছে। এদিন ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোলের দেখা পেয়েছিলেন মোহামেডানের অধিনায়ক সুলেমান দিয়াবাতে। ডান দিক দিয়ে আক্রমণে উঠে নিখুঁত শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন মালির এই ফরোয়ার্ড (১-০)।
মিনিট তিনেক পর মোজাফফরভের পাস ধরে ডান দিয়ে আক্রমণে উঠে ব্যবধান দ্বিগুণ করেন নাইজেরিয়ান ইমানুয়েল সানডে (২-০)। ম্যাচের দশ মিনিটে নাবিব নেওয়াজ জীবনের ক্রসে স্যামুয়েল বোয়াটেংয়ের হেড লাফিয়ে ওঠা গোলকিপারকে ফাঁকি দিয়ে জালে জড়ালে রহমতগঞ্জ ব্যবধান কমায় (১-২)।
তবে ১৬ মিনিটের খেলা চলাকালে প্রচণ্ড ঝড় ও বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। এদিকে আগের রাউন্ডেই শিরোপা রেস থেকে ছিটকে গিয়েছিল। আগে পাঁচ মৌসুমের প্রিময়ার লিগ জয়ী কিংস। এরপর দেখতে হয়েছে মোহামেডানের শিরোপা উৎসব।
গাজীপুরের শহিদ বরকত স্টেডিয়ামে স্বাগতিক ফকিরেরপুল ইয়ংমেন্সে তারা হারিয়েছে ৭-২ গোলে। যার মধ্যে একাই চার গোল করেছেন। কিংসের ফরোয়ার্ড রাকিব হোসেন। লিগে সব মিলিয়ে ১০ গোল করে যৌথভাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন জাতীয় দলের তারকা।
অন্যদিকে মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়ন ৫-০ ব্যবধানে হারিয়েছে অবনমন ঝুঁকিতে থাকা ঢাকা ওয়ান্ডারার্সকে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।