
বাংলাদেশি বংশোদ্ভুত কানাডিয়ান ফুটবলার সামিত সোম
বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে যুক্তরাজ্য প্রবাসী ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীর। গত ২৫ মার্চ শিংলয়ে ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে নিজের জাত চিনিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এ বাংলাদেশি। এবার আরও এক প্রবাসী ফুটবলারকে পেতে যাচ্ছে লাল সবুজের জাতীয় দল। কানাডার প্রিমিয়ার লিগের ক্লাব ক্যাভালরি এফসিতে খেলা সামিত সোম লাল সবুজ জার্সি গায়ে চাপানোর ইচ্ছে পোষণ করেছেন।
কানাডা জাতীয় দলের জার্সিতে ২ ম্যাচ খেলা এ মিডফিল্ডারকে জাতীয় দলে নেয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান সামিত সোমকে আগামী জুনের উইন্ডোতে খেলাতে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সারতে কাজ শুরু করে দিয়েছে তাবিথ আওয়ালের নেতৃত্বাধীন বাফুফে।
২৭ বছর বয়সী মিডফিল্ডার সামিত সম্মতি দেয়ার পর থেকেই দ্রুত চলছে তার বাংলাদেশি পাসপোর্ট তৈরির কাজ। প্রাথমিক ধাপ হিসেবে তার ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে জন্ম সনদের জন্য আবেদন করেছে বাফুফে। সব কিছু ঠিক থাকলে আগামী সপ্তাহের শুরুতেই জন্ম সনদ প্রস্তুত হয়ে যাবে বাংলাদেশি বংশোদ্ভুত কানাডিয়ান এ ফুটবলারের।
বাফুফে সূত্রে জানা গেছে, ঢাকা জাতীয় স্টেডিয়ামে ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের আগেই সব প্রক্রিয়া শেষ করার লক্ষ্যে কোমর বেঁধে নেমেছে দেশের ফুটবলের অভিভাবক সংস্থা। হাতে খুব বেশি সময় না থাকায় যত দ্রুত পারা যায় কাজ এগিয়ে নিচ্ছে ফেডারেশন। এরপর ফিফা প্লোয়ার্স স্ট্যাটাস কমিটির যে বাধ্যবাধকতা আছে নির্ধারিত সময়ের আগেই তা সম্পন্ন করার বিষয়ে আশাবাদী ফুটবল ফেডারেশন।
জন্ম সনদ হাতে পেলেই বাংলাদেশি পাসপোর্ট তৈরির কার্যক্রম শুরু করতে পারবেন সামিত সোম। এ বিষয়ে কানাডায় অবস্থিত বাংলাদেশি দূতাবাস থেকে যাতে সর্বোচ্চ সহযোগিতা করা হয় তা নিয়ে তৎপর বাফুফে। এছাড়াও পাসপোর্ট ইস্যুতে সহযোগিতার প্রয়োজন হলে সর্বাত্মক চেষ্টা করা হবে বলে জানিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।
এ বিষয়ে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সচিব আমিনুল ইসলাম বলেন, 'বায়োমেট্রিকটা ওনাকেই দিতে হবে, কোনো না কোনো ধাপে। সে জন্য কানাডায় অবস্থিত বাংলাদেশ মিশনে তিনি যখন যোগাযোগ করবেন, আমাদের পরিচয় ছাড়া যোগাযোগ করলেও হবে, এ টুকু গ্যারান্টি আমাদের বাংলাদেশ মিশনের যে পাসপোর্ট উইং আছে তারা এ সেবা দেবেই। শুধু নাম বললেই চলবে যে, আমি অমুক আসছি, অমুক দরকারে বায়োমেট্রিক দিতে আসছি, তাতেই চলবে। এরপরও যদি কোনো কাজ না হয় তাহলে আমরা রেডি আছি।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।