Apan Desh | আপন দেশ

ইন্দোনেশিয়ার বালিতে ফেরি ডুবে নিহত ৪, নিখোঁজ ৩৮

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:১৯, ৩ জুলাই ২০২৫

আপডেট: ১১:৪৫, ৩ জুলাই ২০২৫

ইন্দোনেশিয়ার বালিতে ফেরি ডুবে নিহত ৪, নিখোঁজ ৩৮

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার পূর্ব জাভার পর্যটন দ্বীপ বালির নিকটবর্তী কেতাপাং উপকূলীয় এলাকায় একটি ফেরিডুবির ঘটনা ঘটেছে। ফেরিটিতে ৬৫ জন যাত্রী ছিলেন।  তাদের মধ্যে ৪ জনের মরদেহ ও ২৩ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনও ৩৮ যাত্রী নিখোঁজ হয়েছে। নিখোঁজদের উদ্ধারে সমুদ্রে উত্তাল ঢেউয়ের মধ্যে অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। 

বৃহস্পতিবার (০৩ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

ইন্দোনেশিয়ার ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসক্যু এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার (০২ জুলাই) গভীর রাতে পূর্ব জাভার কেতাপাং বন্দর থেকে বালি দ্বীপের গিলিমানুক বন্দরের উদ্দেশে ছেড়ে যাওয়ার প্রায় আধা ঘণ্টা পর কেএমপি টুনু প্রাতামা জায়া নামের ফেরিটি ডুবে যায়। ফেরিটি বালির গিলিমানুক বন্দরের দিকে যাচ্ছিল, যা প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত। ফেরিটিতে মোট ৬৫ যাত্রী, ১২ কর্মী এবং ২২টি যানবাহন ছিল। যানবাহনগুলোর মধ্যে ১৪টিই ট্রাক।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ফেরিডুবির এ ঘটনায় এখন পর্যন্ত চারনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ২৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যাদের অনেকেই দীর্ঘ সময় ঢেউয়ের মধ্যে ভেসে থাকার পর অচেতন হয়ে পড়েছিলেন।

বানিউওয়াঙ্গির পুলিশ প্রধান রামা সম্তামাপুত্র জানিয়েছেন, ভুক্তভোগীদের উদ্ধারের সময় সাগরে ঢেউয়ের উচ্চতা ছিল প্রায় দুই মিটার (৬.৫ ফুট)। উদ্ধারকাজে অংশ নিয়েছে ৯টি নৌযান, যার মধ্যে দুটি টাগ বোট ও দুটি রাবার বোটও রয়েছে।

প্রসঙ্গত, ইন্দোনেশিয়া ১৭ হাজারের বেশি দ্বীপ নিয়ে গঠিত একটি দ্বীপ রাষ্ট্র। এ কারণে ফেরি চলাচলই এখানে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার অন্যতম মাধ্যম। তবে সেখানে নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হওয়ায় প্রায়ই নৌ দুর্ঘটনা ঘটে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়