Apan Desh | আপন দেশ

সেনা অভিযানে কমান্ডারসহ কেএনএ’র দুই সদস্য নিহত

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১০:২১, ৩ জুলাই ২০২৫

আপডেট: ১১:২৭, ৩ জুলাই ২০২৫

সেনা অভিযানে কমান্ডারসহ কেএনএ’র দুই সদস্য নিহত

ফাইল ছবি

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) কমান্ডারসহ দুই সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (০৩ জুলাই) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

বিজ্ঞপ্তিতে আইএসপিআর আরও জানায়, এ সময় সেনাবাহিনী ৩টি এসএমজি, ১টি রাইফেলসহ আরও অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে।

আইএসপিআর আরও জানায়, সেনাবাহিনীর এ অভিযান এখনও চলমান রয়েছে এবং পুরো এলাকা ঘিরে রাখার পাশাপাশি সন্ত্রাসীদের অবস্থান শনাক্তে তল্লাশি জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি পার্বত্য এলাকায় বিভিন্ন সশস্ত্র গ্রুপের সহিংসতা ও চাঁদাবাজির ঘটনায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী সন্ত্রাসবিরোধী তৎপরতা জোরদার করেছে।

আইএসপিআর জানিয়েছে, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এ অভিযান অব্যাহত থাকবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়