
ফাইল ছবি
বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) কমান্ডারসহ দুই সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (০৩ জুলাই) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
বিজ্ঞপ্তিতে আইএসপিআর আরও জানায়, এ সময় সেনাবাহিনী ৩টি এসএমজি, ১টি রাইফেলসহ আরও অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে।
আইএসপিআর আরও জানায়, সেনাবাহিনীর এ অভিযান এখনও চলমান রয়েছে এবং পুরো এলাকা ঘিরে রাখার পাশাপাশি সন্ত্রাসীদের অবস্থান শনাক্তে তল্লাশি জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি পার্বত্য এলাকায় বিভিন্ন সশস্ত্র গ্রুপের সহিংসতা ও চাঁদাবাজির ঘটনায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী সন্ত্রাসবিরোধী তৎপরতা জোরদার করেছে।
আইএসপিআর জানিয়েছে, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এ অভিযান অব্যাহত থাকবে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।