Apan Desh | আপন দেশ

সাবেক এমপি দুর্জয় গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮:৪৪, ৩ জুলাই ২০২৫

আপডেট: ১১:২৮, ৩ জুলাই ২০২৫

সাবেক এমপি দুর্জয় গ্রেফতার

ফাইল ছবি

মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর-শিবালয়) আসনের সাবেক এমপি ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়কে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যাসহ একাধিক মামলা রয়েছে। 

বুধবার (০২ জুলাই) রাতে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক দুর্জয়কে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা তথ্যে ভিত্তিতে মানিকগঞ্জ জেলা ডিবি (গোয়েন্দা পুলিশ) টিম বুধবার  রাতে তাকে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

মানিকগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আব্দুল্লাহ আল মামুন বলেন, মামলা হওয়ার পর থেকে আত্মগোপনে ছিলেন দুর্জয়। ঢাকার লালমাটিয়ার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মানিকগঞ্জ সদর ও দৌলতপুর থানায় পৃথক দুটি হত্যা মামলায় এজাহারনামীয় আসামি দুর্জয়।

মানিকগঞ্জ সদর থানার ওসি এস এম আমান উল্লাহ বলেন, সাবেক এমপি নাইমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে অন্যতম মামলাটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা হয়েছিল। আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (০৩ জুলাই) তাকে আদালতে তোলা হবে।

জানা গেছে, দুর্জয়ের বিরুদ্ধে দুর্নীতি ও আর্থিক অনিয়মসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। এর আগে গত ২১ জানুয়ারি দুর্নীতির অভিযোগে ঢাকার লালমাটিয়ায় তার মালিকানাধীন ২ হাজার ৫২৩ বর্গফুট আয়তনের একটি ফ্ল্যাট, জমি ও তিনটি গাড়ি জব্দের নির্দেশ দেন ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ আদালত। একইসঙ্গে তার নামে থাকা ১২টি ব্যাংক হিসাবও জব্দের আদেশ দেয়া হয়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়