
বাংলাদেশ ও শ্রীলঙ্কা দলের অধিনায়ক
টেস্ট সিরিজে শ্রীলঙ্কার কাছে ধরাশয়ী হয়েছে বাংলাদেশ দল। তাই ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়াতে চায় তারা। সে লক্ষ্য নিয়েই সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হয়েছে লাল সবুজের প্রতিনিধিরা।
বুধবার (০২ জুলাই) কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে টস ভাগ্য সহায় হয়নি বাংলাদেশের। টস জিতে সফলকারীদেরকে ফিল্ডিংয়ে আমন্ত্রণ জানিয়েছে শ্রীলঙ্কা। এ ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হচ্ছে উইকেটকিপার–ব্যাটসম্যান পারভেজ হোসেন ও বাঁহাতি স্পিনার তানভীর হোসেনের। দুজনেরই আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেক হয়ে গেছে।
পাশাপাশি এ ম্যাচ দিয়েই জাতীয় দলের স্থায়ী ওয়ানডে অধিনায়ক হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো মেহেদী হাসান মিরাজের। বাংলাদেশের হয়ে এ পর্যন্ত ৬টি টি–টোয়েন্টিতে ৮ ইকোনমিতে ৪ উইকেট নিয়েছেন তানভীর। অন্যদিকে পারভেজ বাংলাদেশের হয়ে ১২টি টি–টোয়েন্টি খেলে ১৪০ স্ট্রাইকরেটে ২২.১৬ গড়ে ২০০ রান করেছেন। সেঞ্চুরি ও ফিফটি একটি করে।
২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ও চলতি বছরের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতার সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজের সম্প্রতি তেমন ভালো করতে পারেনি বাংলাদেশ। তাই ২০০৬ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশ এখন র্যাংকিয়ের দশ নম্বরে। ২০২৭ সালের বিশ্বকাপে সরাসরি খেলার জন্য র্যাংকিংয়ের সেরা আটে থাকতেই হবে। নতুন অধিনায়ক মিরাজের জন্য এটাই বড় চ্যালেঞ্জ।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, পারভেজ হোসেন, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী, তানজিম হাসান, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ: নিশান মাদুশকা, পাথুম নিশাঙ্কা, কুসল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জুনিথ লিয়ানাগে, মিলান রত্নায়েকে, ওয়ানিন্দু হাসরাঙ্গা, মহেশ থিকশানা মালয়েশ, ঈশান মালিঙ্গা, অসিথা ফার্নান্দো।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।