Apan Desh | আপন দেশ

তামিমের চিন্তাভাবনা অশিক্ষিত: সালাউদ্দিন

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪৮, ৫ এপ্রিল ২০২৫

তামিমের চিন্তাভাবনা অশিক্ষিত: সালাউদ্দিন

জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ সালাউদ্দিন

এসএসসি পরীক্ষা না দিয়ে অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হক তামিমের শ্রীলঙ্কা সফরের যাওয়ার সিদ্ধান্ত অশিক্ষিত ও অপরিপক্ক চিন্তাভাবনা। এমনটাই মনে করছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ সালাউদ্দিন। তার এ সিদ্ধান্তকে কেউ কেউ ‘দেশের জন্য ত্যাগ’ হিসেবে দেখছে। তবে ক্রিকেট বোর্ড সংশ্লিষ্টরা তার এমন সিদ্ধান্তে বিব্রত।

সহকারী কোচ সালাউদ্দিন তামিমের সিদ্ধান্তকে ‘অশিক্ষিত চিন্তাভাবনা’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, অনেকে মনে করছেন, দেশের জন্য ত্যাগ করেছে। এটা আসলে অশিক্ষিত চিন্তাভাবনা। এটা তো বিশ্বকাপ না যে এসএসসির মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা বাদ দেবে।

একজন ক্রিকেটারের জন্য শিক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষা না থাকলে শিখবে কী? যারা ওকে গাইড করেছে, তারা ঠিক করেনি। তাকে বোঝানো উচিত ছিল, পরীক্ষা দেয়া জরুরি।

আরওপড়ুন<<>>বাংলাদেশে আসার পর হামজার নতুন মাইলফলক

জাতীয় দলের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নুও তামিমের সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তিনি বলেন, এটি খুবই দুঃখজনক খবর। ছেলেটির উচিত ছিল পরীক্ষা দেয়া। ক্যারিয়ার গড়তে হলে লেখাপড়া প্রয়োজন। ক্রিকেট ক্যারিয়ার হলেও হতে পারে, না-ও হতে পারে। ১৯৮৪ সালে আমি নিজে জাতীয় দলে ডাক পেয়েও পরীক্ষার জন্য খেলিনি।

সাকিব আল হাসানও ২০০৮ সালে এইচএসসি পরীক্ষার জন্য এশিয়া কাপ খেলেনি বলেও জানান তিনি।

ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার আবু ইমাম মো. কাউসার জানান, কয়েক মাস আগেও সে জানিয়েছিল, এসএসসি পরীক্ষা দেবে। তখন তাকে সাধুবাদ জানিয়েছিলাম। এখন আবার বলছে, পরীক্ষা দেবে না, শ্রীলঙ্কায় খেলতে যাবে। বাবা-মাকে রাজি করিয়ে সিদ্ধান্ত বদলেছে। কে তাকে প্রভাবিত করেছে, জানি না।

আপন দেশ/এমএস
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়