Apan Desh | আপন দেশ

ড. ইউনূসের পরামর্শে নতুন মাত্রায় বিপিএল 

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০৯, ৪ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৫:১৯, ৪ ডিসেম্বর ২০২৪

ড. ইউনূসের পরামর্শে নতুন মাত্রায় বিপিএল 

বিপিএলের মাসকট ও প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস

ছাত্র জনতার বিপ্লবে ১৬ বছর পর দেশে ক্ষমতার পালাবদল হয়েছে। অন্তর্বর্তী সরকার গঠনের পর দেশের প্রায় সব সেক্টরে পরিবর্তনের ছোঁয়া লেগেছে। বদলে গেছে ক্রীড়াঙ্গণও। পরিবর্তন আসছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। আগামী ৩০ ডিসেম্বর থেকে মাঠে গড়াতে যাওয়া এ ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট এবার নতুন মাত্রা পেতে যাচ্ছে।

দেশের ঘরোয়া এ আন্তর্জাতিক টুর্নামেন্টের আসরগুলো তেমন সাড়া ফেলতে পারেনি নানা কারণে। অব্যবস্থাপনা, দুর্নীতি ও দলীয় প্রভাব থাকায় তলানীতে পৌঁছে গিয়েছিল বিপিএল। তবে রাজনৈতিক পালাবদলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও পরিবর্তন এসেছে। ফারুক আহমেদের নেতৃত্বে নতুন বোর্ড দেশের ক্রিকেট এগিয়ে নেয়ার জন্য কাজ করছে।

তারই ধারাবাহিকতায় এবার বদলে যাচ্ছে বিপিএলের নতুন আসর। এবারের আসরটির পরিকল্পনা ও নকশায় সরাসরি যুক্ত করা হয়েছে প্রধান উপদেষ্টা নোবেল জয়ী অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসকে। তার পরামর্শে ভিন্ন মাত্রা পাবে আসর।

একমাসেরও বেশি সময় চলা বিপিএল ঘিরে একটি কর্ম পরিকল্পনা তৈরি করছে বিসিবি। ইতিমধ্যে বিপিএলের একাদশ আসরের থিম সং এবং গ্রাফিতি উন্মোচন করা হয়েছে। এবারের থিম সংয়ের শিরোনাম 'আবার এলো বিপিএল', যা নতুন রূপে টুর্নামেন্টের উত্তেজনা তুলে ধরেছে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব জানিয়েছেন, থিম সংয়ের কয়েকটি লাইন লিখেছেন ড. ইউনূস নিজে। আসিফ মাহমুদ বলেন, আমি কখনোই আশা করিনি যে স্যার এতটা নিবেদিতভাবে আমাদের সঙ্গে কাজ করবেন। স্যার ও তার টিম পুরো প্রক্রিয়ায় অসাধারণ ভূমিকা রেখেছেন। তার মূল্যবান ইনপুটের জন্য আমরা কৃতজ্ঞ।

তিনি বলেন, আমরা এবারের বিপিএলকে একটি নতুন আঙ্গিকে সাজাতে চেয়েছি। বিসিবি এই পরিকল্পনাকে গুরুত্ব দিয়ে সুন্দরভাবে বাস্তবায়ন করেছে, যা প্রশংসার যোগ্য। অনুষ্ঠানে গ্রাফিতির মধ্যে জুলাই বিপ্লবের প্রতীকী উপস্থাপনা করা হয়, যা দেশের ক্রীড়া ঐতিহ্যের প্রতি সম্মান জানায়।

'আবার এলো বিপিএল' শিরোনামের থিম সংয়ে কণ্ঠ দিয়েছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী গায়ক মুজা, ব্যান্ড শিল্পী রায়েফ আল হাসান রাফা এবং র‌্যাপার হান্নান হোসাইন শিমুল। গানে মডেল ও নৃত্য পরিবেশন করেছেন রিদি শেখ। থিম সংটির সংগীতায়োজন দর্শকদের মধ্যে বিপিএল নিয়ে বাড়তি উত্তেজনা সৃষ্টি করেছে।

বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বলেন, এবারের বিপিএলকে ভিন্ন মাত্রায় নিয়ে যাওয়ার চেষ্টা আছে আমাদের। প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস নিজেই এর সঙ্গে যুক্ত রয়েছেন, এটা আমাদের জন্য দারুণ একটা সুখবর। আমাদের ক্রীড়া উপদেষ্টা অত্যন্ত ঘনিষ্ঠভাবে বিপিএলের সাথে জড়িত।

বিসিবি এ পরিচালক বলেন, বিপিএলকে যেন সারা দেশে ছড়িয়ে দিতে পারি। শুধু খেলা না, খেলার বাইরেও আরও অনেক ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। এটুকু বলতে পারি, প্রত্যেক জেলা-উপজেলা মিলে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের কার্যক্রম, হতে পারে খেলার আয়োজন, মেলার আয়োজন, সাংস্কৃতিক কার্যক্রম; যতদিন বিপিএল চলবে সব সাধারণ মানুষ বিপিএলের সঙ্গে যুক্ত থাকবে। ব্র্যান্ডিংয়ের প্রয়াস থাকবে, সারা পৃথিবী জুড়ে প্রচারিত হবে, দেখবে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে।

বিপিএলের প্রাথমিক কার্যক্রম থেকে শুরু করে প্লেয়ার্স ড্রাফট এবং মাস্কট উন্মোচন ইতিমধ্যেই সাড়া ফেলেছে। থিম সং ও গ্রাফিতি উন্মোচনের মধ্য দিয়ে এবারের আসরের কার্যক্রম শুরু হয়েছে। টুর্নামেন্টকে আরও স্মরণীয় করে তোলার লক্ষ্যে বিসিবি প্রতিটি ধাপে নতুনত্ব আনতে প্রতিশ্রুতিবদ্ধ।

এ উদ্যোগ বিপিএল ভক্তদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং আসন্ন আসরকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলবে। তাছাড়া বিপিএল প্রচারের অংশ হিসেবে এবার কনসার্টসহ বিভিন্ন অনুষ্ঠান হবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়