Apan Desh | আপন দেশ

‘সরকার গঠন করলে তরুণদের জন্য ফ্রি ইন্টারনেট দেবে বিএনপি’

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ২০:২০, ২১ ডিসেম্বর ২০২৫

‘সরকার গঠন করলে তরুণদের জন্য ফ্রি ইন্টারনেট দেবে বিএনপি’

তারেক রহমান।

বিএনপি সরকার গঠন করলে তরুণদের জন্য ইন্টারনেট সেবা সহজ ও ফ্রি করা হবে। এ মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (২১ ডিসেম্বর) বিকেলে বগুড়ায় শহীদ টিটু মিলনায়তনে জুলাই শহীদদের স্মরণে স্থাপিত ডিজিটাল স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বর্তমান যুগে ইন্টারনেট খুব জরুরি। কিন্তু এটি অনেক ব্যয়বহুল। তাই সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে বিশেষ উদ্যোগ নেয়া হবে। সরকারি উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠানে ফ্রি ইন্টারনেট কানেকশন দেয়া হবে। যেখানে তরুণরা নির্দিষ্ট সময় পর্যন্ত বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবে।

তারেক রহমান দেশের স্বাস্থ্য খাত নিয়ে তার পরিকল্পনার প্রসঙ্গে বলেন, বিএনপি ক্ষমতায় এলে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে। এর মধ্যে ৮০ থেকে ৮৫ শতাংশই হবে নারী কর্মী। এর মাধ্যমে নারীদের কর্মসংস্থানের বড় সুযোগ তৈরি হবে।

আরও পড়ুন>>>>ফয়সালের অবস্থান নিয়ে সুনির্দিষ্ট তথ্য নেই: অতিরিক্ত আইজিপি

ক্ষমতাচ্যুত আওয়ামী  সরকারের সময়ের আইটি পার্কগুলো নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, অনেক অর্থ খরচ করে আইটি পার্ক করা হলেও সেগুলো কাজে আসছে না। বিএনপি এ পার্কগুলো সংস্কার করবে। সেখানে তরুণরা অনলাইন কাজ, কনটেন্ট তৈরি ও ডিজাইনের সুযোগ পাবে।

বিদেশে কর্মসংস্থান বৃদ্ধি সম্পর্কে  তারেক রহমান বলেন, আমরা তাদেরকে ভাষা শিক্ষা দেব। তাদেরকে বিভিন্ন প্রকার ট্রেনিং আমরা দেব, ওখানে সহজে যাতে সে চাকরি পেতে পারে। আমরা এভাবে পুরা পরিকল্পনা সাজাচ্ছি।

বক্তব্যের শেষে দলের ৩১ দফা ও নতুন স্লোগানের ওপর জোর দিয়ে তিনি বলেন, মূল কথা হচ্ছে আমাদেরকে এখন সামনে যেই সময় এসেছে, এ সময়ে আমাদের মূল কাজ একটাই- করবো কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। এটাই হতে হবে আমাদের মূল লক্ষ্য। এটাই হতে হবে মূল টার্গেট।

অনুষ্ঠানে বগুড়া জেলা বিএনপির সভাপতি জিয়াউল করিম বাদশার সভাপতিত্বে দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়