Apan Desh | আপন দেশ

সাকিবকে কেন অভিনন্দন জানাননি পাপন

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১০:৫৮, ৫ মে ২০২৪

আপডেট: ১০:৫৯, ৫ মে ২০২৪

সাকিবকে কেন অভিনন্দন জানাননি পাপন

ছবি: সংগৃহীত

চলতি ডিপিএলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলছেন সাকিব আল হাসান। দলটির হয়ে গত শুক্রবার (৩ মে) সেঞ্চুরির দেখাও পেয়েছেন দেশ সেরা এ অলরাউন্ডার। ডিপিএল ইতিহাসে এটিই সাকিবের প্রথম সেঞ্চুরি।

সবমিলিয়ে প্রায় পাঁচ বছর পর তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা পেয়েছেন সাবেক এ টাইগার দলপতি। এবার স্বস্তির এ সেঞ্চুরির পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে আবদারও রেখেছেন সাকিব।

শনিবার (৪ মে) সতীর্থ রুবেল হোসেনের মোটরসাইকেল শো-রুম উদ্বোধন অনুষ্ঠানে এসেছিলেন সাকিব। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেখানে সাকিবের কাছে জানতে চাওয়া হয়, সেঞ্চুরির জন্য বিসিবি সভাপতি তাকে (সাকিব) অভিনন্দন জানিয়েছেন কি না; জবাবে সাকিবের মন্তব্য, ‘‘পাপন (ভাই) আমাকে অভিনন্দন জানাননি বলে আজকে ফোন দিয়ে বলেছি, ‘পাপন (ভাই), এতদিন পরে সেঞ্চুরি করলাম কী দেবেন?’ জীবনে প্রথমবার প্রিমিয়ার লিগে সেঞ্চুরি করলাম।’’

আরও পড়ুন>> মিরাজ ইস্যুতে রনি বললেন ‘দুর্ভাগ্য’

এদিকে একইদিনে রাজধানীর একটি হোটেলে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বিসিবি বস। এ সময়ে সাকিবের বিষয়ে পাপনের মন্তব্য, ‘সাকিব তো লিগে সেঞ্চুরি করল এতদিন পরে। এটা তো দারুণ ইঙ্গিত দেয়। আজকে সকালে আমাকে কল দিয়ে সাকিব বলে আমি কেন তাকে অভিনন্দন জানাইনি।’

অন্যদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও নিজের ভাবনার কথা জানান সাকিব। যুক্তরাষ্ট্রের সঙ্গে সিরিজ নিয়ে তার ভাষ্য, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলার আরেকটি বড় কারণ কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়া। বিশেষ করে জায়গাটা সম্পর্কে জানা। আমাদের খুব বেশি খেলোয়াড় নেই, যারা যুক্তরাষ্ট্রে খেলেছে। ফ্লোরিডায় আমাদের অল্প কয়েকজনের খেলার অভিজ্ঞতা আছে (২০১৮ সালে)।’

সাকিব যোগ করেন, ‘কন্ডিশনের সঙ্গে অভ্যস্ত হব আমরা। তবে একইসঙ্গে বলব, অবশ্যই এটা আদর্শ না। আপনি যখন কঠিন প্রতিপক্ষের সঙ্গে খেলে যাবেন, নিউজিল্যান্ডের মতো কন্ডিশনে নিউজিল্যান্ড–পাকিস্তানের সঙ্গে আমরা খেলে বিশ্বকাপ (২০২২) খেলতে গিয়েছিলাম, স্বাভাবিকভাবেই নিজেদের সেরা প্রস্তুতি নিয়ে খেলতে গিয়েছিলাম। সে হিসেবে এটা আদর্শ না। তবে এটাই প্রস্তুতি নেয়ার আমাদের সম্ভাব্য সেরা উপায়।’

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা