Apan Desh | আপন দেশ

বিকেলে সিইসির সঙ্গে বৈঠকে বসছেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১১:১৩, ১৮ জানুয়ারি ২০২৬

আপডেট: ১২:৩১, ১৮ জানুয়ারি ২০২৬

বিকেলে সিইসির সঙ্গে বৈঠকে বসছেন মির্জা ফখরুল

ছবি: আপন দেশ

বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১৮ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেল এ তথ্য জানিয়েছে।

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন কার্যালয়ে বিকেল ৫টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে, গত ১৫ জানুয়ারি প্রবাসী ভোটারদের জন্য পাঠানো পোস্টাল ব্যালট নিয়ে একাধিক অনিয়মের অভিযোগ তোলে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল তখন নির্বাচন কমিশনের কাছে এসব বিষয়ে ব্যাখ্যা চায়।

আরও পড়ুন <<>> ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানার মারমুখী হুমকি

বিএনপি অভিযোগ করে, পোস্টাল ব্যালট প্রস্তুত ও প্রেরণের পুরো প্রক্রিয়ায় ত্রুটি রয়েছে। যার ফলে দলটি সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

একই সঙ্গে ভোটার স্লিপ সংক্রান্ত আচরণবিধি নিয়েও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়।

এ ছাড়া নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং একাধিক রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতমূলক ভূমিকার অভিযোগও তুলে ধরে বিএনপি।

এসব বিষয়কে কেন্দ্র করেই আজকের বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে দলীয় সূত্রে ধারণা করা হচ্ছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়