Apan Desh | আপন দেশ

মনোনয়ন বাতিল, তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন তাসনিম জারা 

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:১০, ৩ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৭:৪২, ৩ জানুয়ারি ২০২৬

মনোনয়ন বাতিল, তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন তাসনিম জারা 

ছবি : আপন দেশ

ভোটার তথ্য যাচাই–বাছাইয়ে গরমিল পাওয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ও ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।  

শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে এ তথ্য জানিয়েছেন ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা রেজাউল করিম।

সংশ্লিষ্টদের তথ্যমতে, নির্বাচনে অংশ নিতে প্রয়োজনীয় সংখ্যক ভোটারের স্বাক্ষরসহ তিনি মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে নির্বাচন কমিশন ১০ জন ভোটারের তথ্য যাচাই করে। যাচাইয়ে দেখা যায়, ১০ জনের মধ্যে ৮ জনের তথ্য সঠিক হলেও বাকি ২ জন ঢাকা-৯ আসনের ভোটার নন। এ কারণে নির্বাচন বিধি অনুযায়ী, তাসনিম জারার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে এ বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন তাসনিম জারা। নির্বাচন কমিশনে (ইসি) আপিল করবেন জানিয়ে তিনি বলেন, ‘দুজনের স্বাক্ষর নিয়ে সমস্যা থাকায় মনোনয়ন বাতিল ঘোষণার করা হয়েছে। তারা ঢাকা-৯ এর ভোটার, এটাই জানতেন। কিন্তু তাদের জানায় যে ভুল ছিল সেটা যাচাই করার কোনো প্রক্রিয়া নির্বাচন কমিশন রাখেনি।’

আরও পড়ুন : ‘বেগম খালেদা জিয়ার দেখানো পথ ধরেই এগিয়ে যাবে বিএনপি’

তাসনিম জারা বলেন, ‘আরেকজন যার ব্যতিক্রম এসেছে তার কাছে যে জাতীয় পরিচয়পত্রের কপি রয়েছে, তাতে তিনি ঢাকা-৯-এর ভোটার। কিন্তু নির্বাচন কমিশন বলছে তিনি এই আসনের ভোটার নন। স্বাক্ষরকারী দুজনের জানা না থাকায় এমনটা হয়েছে। তাদের জানা ছিল, তারা ঢাকা-৯ আসনের ভোটার। সে অনুযায়ী স্বাক্ষর দিয়েছেন। আর নির্বাচন কমিশনও ভোটারদের আসন জানার কোনো উপায় রাখেনি।’

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে আছেন মাদুরো, ক্ষমতার নিয়ন্ত্রণ নিয়ে চলছে নানা সমীকরণ বগুড়ায় মনোনয়নপত্র বাতিল হলেও ঢাকায় টিকে গেলেন মান্না যুক্তরাষ্ট্রের আদালতে মাদুরোর বিচার করা হবে: যুক্তরাষ্ট্র খালেদা জিয়ার আদর্শ অনুসরণেই দেশের অগ্রগতি সম্ভব: রিজভী ভেনেজুয়েলায় হামলা, মাদুরোকে সস্ত্রীক আটকের দাবি ট্রাম্পের ঘন কুয়াশায় অন্ধকার রাজধানী, তাপমাত্রা ১২ ডিগ্রির ঘরে মনোনয়ন বাতিল, তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন তাসনিম জারা স্বর্ণ-রুপার আজকের বাজারদর ৩০তম বাণিজ্য মেলার শুভ উদ্বোধন শৈত্যপ্রবাহ নিয়ে ‘দুঃসংবাদ’ তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা বিক্ষোভ নিয়ে ট্রাম্পের ‘উসকানিমূলক’ হুমকি, জাতিসংঘে যে অভিযোগ জানাল ইরান বেগম খালেদা জিয়ার দেখানো পথ ধরেই এগিয়ে যাবে বিএনপি : রিজভী