ফাইল ছবি
আগামী ৩ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠেয় মহাসমাবেশ স্থগিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পোস্টে বলা হয়, বাংলাদেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার রোববার এক বিবৃতিতে বলেন, ‘আগামী ৩ জানুয়ারি দেশের ৯টি কৃষি ও কৃষি-প্রাধান্য বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা থাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত ঘোষণা করা হলো।’
দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিদ্ধান্তে সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের অন্যতম নায়ক শহিদ শরিফ ওসমান হাদীর হত্যাকারীদের গ্রেফতার ও বিচার ছাড়াও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিসহ সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিতে ৩ জানুয়ারি (শুক্রবার) ঢাকায় মহাসমাবেশের ডাক দেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী। ওইদিন দুপুর ১২টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
ইতোমধ্যে মহাসমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে কয়েক দফায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির প্রস্তুতিমূলক সভাও অনুষ্ঠিত হয়েছিল। তবে দিনটিতে দেশের ৯টি কৃষি ও কৃষি-প্রাধান্য বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা থাকায় রোববার পূর্বঘোষিত এ মহাসমাবেশ স্থগিত করল বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































