Apan Desh | আপন দেশ

ভূমিকম্পে হতাহতের ঘটনায় জামায়াত আমীরের শোক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪৬, ২১ নভেম্বর ২০২৫

ভূমিকম্পে হতাহতের ঘটনায় জামায়াত আমীরের শোক

ফাইল ছবি

ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংগঠনটির আমীর ডা. শফিকুর রহমান শুক্রবার (২১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শোক প্রকাশ করেন।

বিবৃতিতে তিনি বলেন, ভূমিকম্পে এরইমধ্যে দুই শিশুসহ ৬ জন নিহত হয়েছেন। এছাড়া, দেশের বিভিন্ন স্থানে প্রায় দুইশত মানুষ আহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। মর্মান্তিক হতাহতের এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। নিহতদের রূহের মাগফিরাত কামনা এবং আহত ও নিহতদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহত ও নিহতদের পরিবার-পরিজনদের সবরে জামিল দান করুন।

আরও পড়ুন<<>> ভূমিকম্পে হতাহতের ঘটনায় তারেক রহমানের শোক

তিনি আরও বলেন, আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত এবং হতাহতের ক্ষতিপূরণ দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।  

বিবৃতির শেষে জামায়াত আমীর বলেন, বিল্ডিং কোড মেনে বহুতল ভবন নির্মাণ হচ্ছে কি না তা কঠোরভাবে তদারকি করতে হবে। পাশাপাশি ভূমিকম্পজনিত ক্ষয়ক্ষতি কমাতে জনগণকে আরও সচেতন করা সরকারের দায়িত্ব। জনগণ ধৈর্য ও সাহসিকতার সঙ্গে এ দুর্যোগপূর্ণ পরিস্থিতি অতিক্রম করতে সক্ষম হবেন, ইনশাআল্লাহ।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ
SS Power

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়