Apan Desh | আপন দেশ

শরিকদের জন্য ৬৩ আসন রাখল বিএনপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫১, ৩ নভেম্বর ২০২৫

আপডেট: ১৯:৫২, ৩ নভেম্বর ২০২৫

শরিকদের জন্য ৬৩ আসন রাখল বিএনপি

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সম্ভাব্য দলীয় প্রার্থীদের নাম চূড়ান্ত করেছে বিএনপি। তবে ৩০০ আসন নয়, ২৩৭টি আসনে দলের প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে। বাকি ৬৩টি আসন বিএনপি ছেড়ে দিয়েছে তাদের সঙ্গে দীর্ঘদিন ধরে যুগপৎ আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলোর জন্য।

সোমবার (০৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে প্রার্থীদের নাম চূড়ান্ত করে বিএনপি। বৈঠক শেষে সন্ধ্যা পৌনে ৬টার দিকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করে প্রার্থীদের নাম ঘোষণা করেন।

মির্জা ফখরুল সংবাদ সম্মেলনে বলেন, আমরা বিশেষভাবে উল্লেখ কর চাই, আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছে, যেসব আসনে তারা (নির্বাচন করতে আগ্রহী) সেসব আসনে আমরা কোনো প্রার্থী দিইনি। আমরা আশা করছি, তারা তাদের (প্রার্থীদের) নাম ঘোষণা করবেন। আলোচনার মাধ্যমে আমরা এগুলো চূড়ান্ত করব।

বিএনপি মহাসচিব আরও বলেন, এটি ২৩৭টি আসনে আমাদের সম্ভাব্য প্রার্থী তালিকা। আমি আবারও বলছি, এ তালিকায় পরিবর্তন হতে পারে। বিশেষ করে আমাদের যুগপৎ আন্দোলনে যারা শরিক দল আছে, তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা পরিবর্তনগুলো আনতে পারি।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়