Apan Desh | আপন দেশ

বিতর্কিত কর্মকর্তারা যেন নির্বাচনে না থাকেন, ইসিকে মঈন খান 

নিজেস্ব প্রতবিদেক

প্রকাশিত: ১৪:৪৭, ২৩ অক্টোবর ২০২৫

আপডেট: ১৫:১৭, ২৩ অক্টোবর ২০২৫

বিতর্কিত কর্মকর্তারা যেন নির্বাচনে না থাকেন, ইসিকে মঈন খান 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান

বিতর্কিত কর্মকর্তারা যেন আগামী নির্বাচনে না থাকেন সে বিষয়ে নির্বাচন কমিশনকে (ইসি) সতর্ক করেছেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) নির্বাচন ভবনে বিএনপির তিন সদস্যের এক প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার (ইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা জানান।

আবদুল মঈন খান বলেন, গত তিনটি জাতীয় নির্বাচনে ভোটের নামে প্রহসন হয়েছে। সে সময়ে প্রশাসনে থেকে অনেক কর্মকর্তা রাজনৈতিকভাবে ভূমিকা রেখেছিলেন।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য  বলেন, গত ১৫ বছরে গড়ে ওঠা এ কর্মকর্তারা ১৫ মাসে বদলে যাবেন না—এ বিষয়টি আমরা নির্বাচন কমিশনকে অবহিত করেছি। বিতর্কিত কোনো কর্মকর্তা যেন আগামী নির্বাচনে দায়িত্ব পালনের সুযোগ না পান, সে বিষয়েও আমরা ইসিকে সতর্ক করেছি।

আরও পড়ুন<<>>বিএনপিসহ কিছু উপদেষ্টার ভূমিকা নিয়ে ড. ইউনূসকে জামায়াতের সতর্কবার্তা

মঈন খান বলেন, জাতীয় নির্বাচন একটি বিশাল কর্মযজ্ঞ। দেশে ৩০০ আসনে প্রায় ৪২ হাজার ভোটকেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য প্রয়োজন প্রায় ১০ লাখ কর্মী—যাদের মধ্যে আছেন সিভিল প্রশাসন, পুলিশ ও বিচার বিভাগের কর্মকর্তারা। কিন্তু গত ১৫ বছরে প্রশাসনকে রাজনৈতিকভাবে গড়ে তোলা হয়েছে, যা একটি বড় চ্যালেঞ্জ।

তিনি আরও বলেন, সাংবাদিকরা তাদের দায়িত্ব পালন করবেন—আমরা চাই তারা যেন বিনা বাধায় কাজ করতে পারেন। বিএনপি সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী। দীর্ঘ ১৭ বছরের সংগ্রাম ও ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আজকের অবস্থানে এসেছি। নির্বাচন কমিশনকে আমরা বলেছি, তারা যেন একটি দৃষ্টান্ত স্থাপন করতে পারে। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা কমিশনের দায়িত্ব বলেও জানান তিনি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়