
কবির আহমদ
জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে নারীরা শুধু নারীদের সামনেই নাচতে পারবে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে জামায়াতে ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমদ এ মন্তব্য করেছেন।
কবির আহমদ বলেন, জামায়াত ক্ষমতায় গেলে শরীয়া আইন প্রতিষ্ঠা করবে। তখন আর বিদ্যমান আইন প্রযোজ্য থাকবে না। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় নাগরিকরা বর্তমান আইনের চেয়ে বেশি অধিকার ভোগ করবে।
তিনি আরও বলেন, নারীরা তাদের ইচ্ছা অনুযায়ী চলাফেরা করতে পারবে। শরীয়া আইনে যে পর্দার কথা বলা আছে, সেটাই তারা পালন করবে। তবে বোরকা বাধ্যতামূলক করা হবে না। কেউ বোরকা পরতে চাইলে পরবে। না পরলে শাস্তির মুখে পড়তে হবে না।
আরও পড়ুন>>>ছাত্রীকে যৌন হয়রানির করায় নওগাঁ জামায়াত আমীর বহিষ্কার
তিনি আরও উল্লেখ করেন, অন্য ধর্মাবলম্বীদের ক্ষেত্রেও কোনো ধরনের পোশাক চাপিয়ে দেয়া হবে না।
কবির আহমদ নারীদের কাজ করা নিয়ে ভ্রান্ত ধারণা দূর করতে চান। তিনি বলেন, সমাজে ভুল ধারণা ছড়ানো হয়েছে যে জামায়াত ক্ষমতায় গেলে নারীরা কাজ করতে পারবে না। কিন্তু ইসলাম নারীদের কাজ বা চলাফেরায় কোনো বাধা দেয়নি।
তিনি নিজের উদাহরণ দিয়ে বলেন, আমার মেয়েও একজন চিকিৎসক। সে প্রতিদিন রোগী দেখে। ইসলাম নারীদের কাজ করাকে অপরাধ মনে করে না। ইসলাম নারীদের ঘরের ভেতরে আটকে রাখার ধর্ম নয়। বরং ইসলামই সবচেয়ে বেশি নারী স্বাধীনতা দিয়েছে।
নারীদের নাচ প্রসঙ্গে তিনি বলেন, নারীরা যদি নাচ শেখে, তবে তারা নারীদের মাঝেই সেটা করবে। তারা শালীনতার মধ্যে থেকে এতে অংশ নিতে পারবে। তবে পুরুষদের সামনে নারীদের নাচার সুযোগ থাকবে না। জামায়াত ক্ষমতায় গেলে নারীদের স্বাধীনতায় সঙ্গে সঙ্গে কোনো ধরনের বাধা আসবে—এমন ধারণা পুরোপুরি ভুল।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।