
ছবি: আপন দেশ
নওগাঁয় মাদরাসা ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ অভিযোগে সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোনায়েম হোসাইনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তার উপজেলা পরিষদ চেয়ারম্যান পদের দলীয় মনোনয়নও বাতিল করা হয়েছে।
জেলা জামায়াত একটি জরুরি সভা করে এ সিদ্ধান্ত নিয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে এ সভা হয়। সভার আগে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে।
প্রতিবেদনের ভিত্তিতে নৈতিক স্খলনের কারণে মোনায়েম হোসাইনকে দল থেকে বহিষ্কার করা হয়। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জেলা জামায়াতের আমির খন্দকার মুহাম্মদ আবদুর রাকিব বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন>>>বিএনপি পচনের নগ্ন প্রতিচ্ছবি সাবেক ইউনিয়নিস্ট বাবুল
খন্দকার মুহাম্মদ আবদুর রাকিব বলেন, অভিযোগ ওঠার পরপরই তারা দ্রুত তদন্ত কমিটি গঠন করেছিলেন। কমিটি দ্রুততম সময়ে প্রতিবেদন দেয়। প্রতিবেদনে মোনায়েম হোসাইনের নৈতিক স্খলন প্রমাণিত হয়েছে। তাই তাকে বহিষ্কার করা হয়েছে।
তিনি আরও জানান, তদন্তে এনায়েতপুর দাখিল মাদরাসার শিক্ষকদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দলের বিষয়টিও উঠে এসেছে। তবে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের। জেলা জামায়াতের আমির স্পষ্ট করে বলেন, এখন থেকে মোনায়েম হোসাইনের সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।