Apan Desh | আপন দেশ

‌‌‘গঠনতন্ত্র-আরপিও অনুযায়ী লাঙ্গলের বৈধ মালিক আমরা’

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৪:১৯, ২৭ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৪:২০, ২৭ সেপ্টেম্বর ২০২৫

‌‌‘গঠনতন্ত্র-আরপিও অনুযায়ী লাঙ্গলের বৈধ মালিক আমরা’

ছবি: আপন দেশ

আমার নেতৃত্বাধীন কমিটিই লাঙ্গল প্রতীকের একমাত্র বৈধ দাবিদার। পার্টির গঠনতন্ত্র ও গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) মেনেই গত ৯ আগস্ট দলের দশম কাউন্সিলে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। এ মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর গুলশানে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের ‘লাঙ্গলের মালিক খুঁজে পাচ্ছি না’ মন্তব্যের জবাবে এ সম্মেলনের আয়োজন করা হয়।

ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, গত ৯ আগস্ট জাতীয় পার্টির দশম জাতীয় কাউন্সিল যথাযথভাবে সম্পন্ন হয়েছে। সে কাউন্সিলে আমি চেয়ারম্যান ও এ বি এম রুহুল আমিন হাওলাদার মহাসচিব হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছি।

আরও পড়ুন>>>‘জাতিসংঘে বাংলাদেশের ঐক্য প্রকাশ পেয়েছে’

তিনি আরও বলেন, কাউন্সিলের পর আমরা নতুন কমিটি ও প্রয়োজনীয় সকল কাগজপত্র নির্বাচন কমিশনে জমা দিয়েছি। আইন অনুযায়ী, নতুন কমিটি গঠনের পর জি এম কাদের আর কোনোভাবেই জাতীয় পার্টির চেয়ারম্যান পরিচয় দিতে পারেন না। লাঙ্গল প্রতীক কোনো ব্যক্তির নয়। এটি নির্বাচন কমিশনের নিবন্ধিত ১২ নম্বর দল জাতীয় পার্টির প্রতীক। তাই আইন ও গঠনতন্ত্র অনুযায়ী আমাদের নেতৃত্বই এর একমাত্র বৈধ দাবিদার।

তিনি নির্বাচন কমিশনের প্রতি বিভ্রান্ত না হওয়ার আহবান জানিয়ে বলেন, কিছু পক্ষ কমিশনে ভিন্ন ভিন্ন আবেদন জমা দিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। আমরা আশা করি, নির্বাচন কমিশন আইন ও গঠনতন্ত্র মেনেই সঠিক সিদ্ধান্ত নেবে।

জি এম কাদেরের সমালোচনা করে তিনি বলেন, জি এম কাদের এক সময় বলেন শেখ হাসিনার ফাঁসি চান, আবার বলেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন বৈধ হবে না। তিনি কখন কী বলেন, তা হয়তো নিজেও জানেন না। তার মতো দ্বৈত নীতির মানুষ রাজনীতিতে কতটা প্রাসঙ্গিক, তা ভাবার সময় এসেছে।

সংবাদ সম্মেলনে দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, প্রধান নির্বাচন কমিশনার মহোদয় বলেছেন, তিনি লাঙ্গলের মালিক খুঁজে পাচ্ছেন না। আমরা বিনয়ের সঙ্গে বলতে চাই, গঠনতন্ত্র ও আইন মেনেই আমাদের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে ও আমরাই লাঙ্গলের বৈধ দাবিদার।

তিনি বলেন, আমরা জাতীয় পার্টির মালিকানা তৃণমূল নেতা-কর্মীদের কাছে ফিরিয়ে দিতে চাই। কোনো একক ব্যক্তির নেতৃত্বে জাতীয় পার্টি চলবে না। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিষ্ঠিত এ দল যৌথ নেতৃত্বে পরিচালিত হবে।

হাওলাদার আরও বলেন, আমরা বিশ্বাস করি, নির্বাচন কমিশন সংবিধান ও আইন মেনে দ্রুত সঠিক সিদ্ধান্ত নেবে। আমাদের বৈধ নেতৃত্বকে লাঙ্গল প্রতীক বরাদ্দ দেবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, সিনিয়ার কো- চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ, নির্বাহী চেয়ারম্যান- অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু, কো- চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, সাহিদুর রহমান টেপা, সফিকুল ইসলাম সেন্টু, লিয়াকত হোসেন খোকা, জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ। প্রেসিডিয়াম সদস্য নাসরিন জাহান রতনা, নাজমা আকতার, মাসরুর মওলা, জসিম উদ্দিন ভূইয়া, আরিফুর রহমান খান, অধ্যাপক নূরুল ইসলাম মিলন, সরদার শাহজাহান, ফখরুল আহসান শাহজাদা, মো. বেলাল হোসেনে।  ভাইস চেয়ারম্যান নিগার সুলনতানা রানী, জামাল রানা, ইয়াহ ইয়া চৌধুরী, আনোয়ার হোসেন তোতা, ডা. সেলিমা খান, যুগ্ম মহাসচিব মাসুক রহমান,  সম্পাদক মন্ডলির সদস্য- শারমিন পারভীন লিজা, তাসলিমা আকবর রুনা, মিজানুর রহমান, উর রহমান বিপুল, যুগ্ম সম্পাদক- ইঞ্জিনিয়ার লিয়াকত আলী, আবদুস সাত্তার, মাসুম, এস এম হাশেম, সাইফুল ইসলাম শোভন,  কেন্দ্রীয় নেতা- জাকির মাহমুদ, মোহাম্মদ আলী, অ্যাডভোকেট আল মামুন, আবু জাফর মো. কামাল,বজলুর রহমান মৃধা, হাদিসুর রহমান, ফয়সাল।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়