মির্জা ফখরুল ইসলাম আলমগীর
নিউইয়র্ক বিমানবন্দরে যা ঘটেছে, তা আবারও প্রমাণ করলো আওয়ামী লীগ তাদের অন্যায়ের জন্য বিন্দুমাত্র অনুশোচনা করে না। এ মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) তার ফেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক স্টাটাসে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন>>>‘আ. লীগকে পুনর্বাসনে রাজনৈতিক কৌশল নিলে বিএনপির কাল হবে’
মির্জা ফখরুল লেখেন, আওয়ামী লীগ আজ পর্যন্ত যা অন্যায় করেছে, সব কিছুর বিচার আইনের মাধ্যমে হবে- দল ও দেশের স্বার্থে। ধৈর্য ধরুন।
উল্লেখ্য, সোমবার নিউইয়র্ক বিমানবন্দরে আওয়ামী লীগের নেতারা এনসিপি নেতা আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে। তাকে অপমান, অপদস্ত করে। এছাড়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য নেতাদের ওপরও চড়াও হয়। এ ঘটনায় যুক্তরাষ্ট্র পুলিশ ইতোমধ্যে যুবলীগের একজন কর্মীকে আটক করেছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































