Apan Desh | আপন দেশ

সাঈদ-ওয়াসিমের উক্তি দিয়ে টিএসসিতে ফের সাঈদীর ছবি প্রদর্শন

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০১, ৭ আগস্ট ২০২৫

সাঈদ-ওয়াসিমের উক্তি দিয়ে টিএসসিতে ফের সাঈদীর ছবি প্রদর্শন

ছবি: আপন দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় আবারও জামায়াত নেতা মরহুম দেলাওয়ার হোসাইন সাঈদীর ছবি প্রদর্শন করা হয়েছে। তবে এবার ছবিটির সঙ্গে যুক্ত করা হয়েছে রংপুরের শহীদ আবু সাঈদ ও ছাত্রদল নেতা শহীদ ওয়াসিমের কিছু উক্তি।

বৃহস্পতিবার (০৭ আগস্ট) ছাত্রশিবিরের পক্ষ থেকে এ ছবিটি টাঙানো হয়। ছবিতে ২০২৩ সালে সাঈদীর মৃত্যুর পর আবু সাঈদ ও ওয়াসিমের ফেসবুক পোস্টের স্ক্রিনশট ব্যবহার করা হয়েছে।

জানা গেছে, ২০২৩ সালের ১৪ আগস্ট দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর আবু সাঈদ তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে জান্নাতুল ফেরদৌস নসীব করুক। বিদায় হে রাহবার।’

আরও পড়ুন>>>বাম ছাত্রদের চাপে ছবি সরিয়ে খালেদা জিয়ার ‘বয়ান’ প্রচার শিবিরের

একদিন পর ১৫ আগস্ট শহীদ ওয়াসিম তার ফেসবুক পোস্টে লেখেন, একজনের মৃত্যুতে দেশব্যাপী অঘোষিত শোক চলছে, আরেকজনের আনুষ্ঠানিক শোকেও মানুষের শোক হয় না। ধর্মীয় ব্যক্তি ও ধর্মনিরপেক্ষ ব্যক্তির মধ্যে এটাই উজ্জ্বল উদাহরণ। মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী কোটি মানুষের মনি কোঠায়।

এর আগে ৫ আগস্ট ছাত্রশিবির টিএসসিতে একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করেছিল। সে প্রদর্শনীতে জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, দেলাওয়ার হোসাইন সাঈদী ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি ছিল। বামপন্থী ছাত্রসংগঠনগুলো এর প্রতিবাদ জানালে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছবিগুলো সরিয়ে ফেলে।

পরদিন ৬ আগস্ট ছাত্রশিবির ফের প্রদর্শনী চালিয়ে যায়। সেদিন তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ার বিভিন্ন ‘অসঙ্গতি’, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মন্তব্য ও ‘ভুয়া সাক্ষ্যের’ ছবি প্রদর্শন করে। আর আজ যুক্ত করল আবু সাঈদ ও ওয়াসিমের সাঈদী প্রসঙ্গে স্ট্যাটাস।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়