Apan Desh | আপন দেশ

ফজলুর রহমানের বক্তব্যে ছাত্রদল নেত্রীর তীব্র প্রতিবাদ

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৬:০১, ৭ জুলাই ২০২৫

ফজলুর রহমানের বক্তব্যে ছাত্রদল নেত্রীর তীব্র প্রতিবাদ

সংগৃহীত ছবি

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের এক সাম্প্রতিক বক্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। ওই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ ছাত্রদলের সভাপতি নুসরাত জাহান।

সোমবার (০৭ জুলাই) সকালে নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, “হাসিনা খারাপ, আওয়ামী লীগ খারাপ না”—এ বক্তব্য বিভ্রান্তিকর ও ইতিহাস ও বাস্তবতার পরিপন্থী।

নুসরাত জাহান আরও বলেন, আমি এ বক্তব্যকে ঘোরতরভাবে প্রত্যাখ্যান করছি। এটি বিএনপির লক্ষ লক্ষ ত্যাগী নেতা-কর্মীর অনুভূতির প্রতি চরম অবজ্ঞা। আমরা ব্যক্তি নয়, বক্তব্য ও আদর্শ নিয়ে কথা বলি। আদর্শচ্যুতি ও অপসংস্কৃতির বিপরীতে আমরা সর্বদা সোচ্চার।

তিনি বলেন, যে আওয়ামী লীগ ১/১১ থেকে শুরু করে বারবার গণতন্ত্র হত্যার পেছনে মূল ভূমিকা রেখেছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করতে চেয়েছে। তাদের দায়ভার কেবল একজন ব্যক্তির ঘাড়ে চাপিয়ে দেওয়া রাজনৈতিক অপচেষ্টা ছাড়া আর কিছুই নয়।

তার এমন বক্তব্যের বিরুদ্ধে বিএনপির শীর্ষ পর্যায়ের দৃষ্টিভঙ্গি পরিষ্কার করার দাবি জানান।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়