Apan Desh | আপন দেশ

আসিফ নজরুল-আলী ইমাম মজুমদার ‘ভারতের চর’ : জুলাই ঐক্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৫৪, ২৩ মে ২০২৫

আসিফ নজরুল-আলী ইমাম মজুমদার ‘ভারতের চর’ : জুলাই ঐক্য

ছবি : আপন দেশ

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. আসিফ নজরুল এবং খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টার আলী ইমাম মজুমদার ‘ভারতের চর’ । এমন দাবি করেছেন জুলাই ঐক্য নামের একটি প্লাটফর্ম। এ দুই উপদেষ্টার অবিলম্বে অপসারণের দাবি জানিয়েছে সামাজিক-রাজনৈতিক সংগঠনগুলোর এ জোট।

বৃহস্পতিবার (২২ মে) মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ‌‘জুলাইয়ের শক্তিগুলোর মধ্যে ফাটল তৈরি এবং ভারতীয় আগ্রাসনের রুখতে’ আয়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

এসময় জুলাই ঐক্যের সংগঠক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, জাতীয় নাগরিক পার্টি এনসিপিসহ যারা জুলাই বিপ্লবকে নিজেদের ব্যবসার হাতিয়ার বানানোর চেষ্টা করেছে, তাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে। না হয় আমরা আপনাদের বিরুদ্ধে রাজপথে নামতে বাধ্য হব। তারা বিএনপি, জামায়াত, এবি পার্টি এমনকি জুলাই ঐক্য জোটের মধ্যেও ফাটল ধরানোর চেষ্টা করছে।

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, সচিবালয়, গণমাধ্যম, প্রশাসনসহ সব জায়গা থেকে ভারতীয় দোসরদের অপসারণ করতে হবে। বিক্ষোভে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুল ও আলী ইমাম মজুমদারকে সরাসরি ‘ভারতের চর’ আখ্যা দিয়ে তাদের অপসারণের দাবি জানান তিনি।

জুলাই ঘোষণাপত্র প্রসঙ্গে মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, ১৬ দিন হয়ে গেলেও জুলাইয়ের ঘোষণাপত্রের কোনো আভাস দেখছি না। অতিদ্রুত জুলাই ঘোষণাপত্র প্রদান করে তা সংবিধানে অন্তর্ভুক্ত করুন। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে ভারতীয় আধিপত্যবাদের দোসররা চক্রান্ত করছে। তারা দেশকে আধিপত্যবাদের হাতে তুলে দিতে চায় বলেও দাবি করেন তিনি।

বিক্ষোভে বক্তব্য রাখেন মুখপাত্র ইসরাফিল ফরাজী। তিনি বলেন, জুলাইযোদ্ধারা আজও রাজপথে, ঘরে ফেরেনি। যতক্ষণ না গাদ্দারদের বিচার হয় এবং একটি স্পষ্ট ঘোষণাপত্র জাতির সামনে আসে, ততক্ষণ আমরা রাজপথ ছাড়বো না। আমাদের রক্তে বিশ্বাসঘাতকদের স্থান নেই।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়