প্রতীকী ছবি
রাজধানীর বনানী এলাকা থেকে একটি বিদেশি রিভলবারসহ একজন যুবককে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম আব্দুস সামাদ (২৫)।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে কড়াইল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন <<>> এবারের নির্বাচন ভবিষ্যতে জন্য আদর্শ হয়ে থাকবে: প্রধান উপদেষ্টা
তালেবুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে বনানী থানার একটি দল কড়াইল জামাই বাজার ঝিলপাড় নরসিংদী পট্টি এলাকায় অভিযান পরিচালনা করে। সেখানে একটি বাসা থেকে বিদেশি ২২ ম্যাগনাম মিনি রিভলবারসহ আব্দুস সামাদকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় বনানী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান বলেও জানান ডিএমপির এ কর্মকর্তা।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































