ফাইল ছবি
পুলিশ সংস্কার যেভাবে চাওয়া হয়েছিল, সেভাবে বাস্তবায়ন হয়নি—এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।
রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে এ কথা বলেন তিনি। সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসন’ শীর্ষক নীতি সংলাপে বক্তব্য দেন আইন উপদেষ্টা।
আসিফ নজরুল বলেন, কিছু মানুষের কাছে সংস্কার নিয়ে নেতিবাচক কথা উদ্দীপকের মতো। বাড়তি ভিউ পাওয়া যায়। কোনো সংস্কার হয়নি- এটা ঠিক নয়, যথেষ্ট হয়েছে। যদি এক্সপেকটেশন ১০ থাকে অন্তত চার তো অর্জন করতে পেরেছি। তবে পুলিশ সংস্কার যেভাবে করতে চেয়েছি, সেভাবে হয়নি। আমরা সবার সঙ্গে এত কনসাল্টেশন করেছি, ৭২-এর সংবিধান প্রণয়নের সময়ও করা হয়।
তিনি আরও বলেন, যেভাবে এ সংস্কার করতে চেয়েছিলেন, সেভাবে তা সম্ভব হয়নি। এ বিষয়ে সরকার ব্যাপক পরামর্শ করেছে। তার দাবি, ১৯৭২ সালের সংবিধান প্রণয়নের সময়ও এত বিস্তৃত পরামর্শ হয়েছিল।
আরও পড়ুন <<>> নির্বাচন কমিশনের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ
বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, প্রয়োজনীয় সব আইন ইতোমধ্যে করা হয়েছে। তবে আইনের শাসন পুরোপুরি প্রতিষ্ঠা করতে আরও পাঁচ থেকে দশ বছর সময় লাগতে পারে। সরকার সে পথেই এগোচ্ছে।
তিনি আরও বলেন, এ সংস্কার ধারাবাহিকভাবে বজায় রাখা জরুরি। ভবিষ্যতের নির্বাচিত সরকার যদি এ ধারা ধরে রাখে, তাহলে জনগণ এর সুফল পাবে।
উচ্চ আদালত নিয়েও বক্তব্য দেন আইন উপদেষ্টা। বলেন, শুধু দীর্ঘদিন রাজনৈতিক স্লোগান দিলেই কেউ বিচারক হওয়ার যোগ্য হন না। তার মতে, উচ্চ আদালতেও কিছু সংস্কার প্রয়োজন। আর সে সংস্কার আসতে হবে আদালতের ভেতর থেকেই।
পুরো বক্তব্যে তিনি সংস্কার প্রক্রিয়ার অগ্রগতি, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে স্পষ্ট অবস্থান তুলে ধরেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































