Apan Desh | আপন দেশ

হুজাইফার শারীরিক অবস্থা সংকটাপন্ন, হয়েছে স্ট্রোক

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৭:২০, ১৪ জানুয়ারি ২০২৬

হুজাইফার শারীরিক অবস্থা সংকটাপন্ন, হয়েছে স্ট্রোক

ছবি : আপন দেশ

মিয়ানমার সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফা আফনানের শারীরিক অবস্থা সংকটাপন্ন রয়েছে। মস্তিষ্কের রক্তনালীতে গুলির আঘাতের কারণে স্ট্রোক হয়েছে বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। যার কারণে মস্তিষ্কের ডান পাশে চাপও বেড়ে গেছে।

বুধবার (১৪ জানুয়ারি) জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে অনুষ্ঠিত মেডিকেল বোর্ডের সভা শেষে এসব তথ্য জানানো হয়।

মেডিকেল বোর্ড জানায়, হুজাইফার মস্তিষ্কে রক্ত চলাচল ব্যাহত হচ্ছে। যা তাকে সংকটাপন্ন অবস্থার দিকে ঠেলে দিচ্ছে। আপাতত দেশেই তার চিকিৎসা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।

চিকিৎসকরা জানান, চলমান চিকিৎসার সঙ্গে অতিরিক্ত কিছু ওষুধ যুক্ত করা হয়েছে। বিশেষ করে মস্তিষ্কের ভেতরের চাপ কমানোর জন্য ওষুধ দেয়া হচ্ছে। পাশাপাশি শিশুটিকে এখনও মেকানিক্যাল ভেন্টিলেশনে রাখা হয়েছে। অর্থাৎ কৃত্রিমভাবে তার শ্বাস-প্রশ্বাস সচল রাখা হচ্ছে।

মেডিকেল বোর্ড আরও জানায়, গ্লাসগো কোমা স্কেল অনুযায়ী হুজাইফার জ্ঞানমাত্রা ১৫-এর মধ্যে সাত। যা তার অবস্থাকে গুরুতর হিসেবে নির্দেশ করে। চিকিৎসকদের মতে, এই পর্যায়ে তার শারীরিক অবস্থার প্রতিটি পরিবর্তন অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।

আরও পড়ুন : মামুনুল হককে কারণ দর্শানোর নোটিশ যে কারণে

বোর্ড সভা শেষে ইন্টারভেনশনাল নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হুমায়ুন কবীর হিমু জানান, আপাতত দেশেই হুজাইফার চিকিৎসা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তার অবস্থার উন্নতি বা অবনতির ওপর ভিত্তি করে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা ধাপে ধাপে নির্ধারণ করা হবে।

চিকিৎসকদের মতে, গুলিবিদ্ধ হয়ে একদিকে মস্তিষ্কের রক্তনালীর ক্ষতি হয়েছে। অন্যদিকে স্ট্রোক হয়েছে। এ দুটি জটিলতা একসঙ্গে থাকায় হুজাইফার চিকিৎসা অত্যন্ত কঠিন হয়ে উঠেছে। এ কারণে অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বয়ে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে তার চিকিৎসা কার্যক্রম অব্যাহত রাখা হচ্ছে।


আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়