নির্বাচন ভবন। ছবি : সংগৃহীত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত ২ লাখ ২৩ হাজার ৬৯৯ জন ভোটার হিসেবে নিবন্ধন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। নিবন্ধনকারীদের মধ্যে ২ লাখ ৩ হাজার ৫৭৮ জন পুরুষ এবং ২০ হাজার ১২১ জন নারী।
রোববার (৭ ডিসেম্বর) সকাল ১০টার পর নির্বাচন কমিশনের ওয়েবসাইটে পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা গেছে।
দেশভিত্তিক নিবন্ধনের হিসাবে, সৌদি আরবে ৫১ হাজার ৬৪৯ জন, যুক্তরাষ্ট্রে ১৯ হাজার ৫৯৯ জন, কাতারে ১৩ হাজার ৯৮ জন, সংযুক্ত আরব আমিরাতে ১২ হাজার ৫০০ জন, মালয়েশিয়ায় ১২ হাজার ১৬২ জন, সিঙ্গাপুরে ১২ হাজার ১৩৩ জন, যুক্তরাজ্যে ১১ হাজার ১৯৮ জন, দক্ষিণ কোরিয়ায় ৯ হাজার ৫১১ জন, কানাডায় ৯ হাজার ২৮০ জন, অস্ট্রেলিয়ায় ৭ হাজার ৯২৪ জন এবং ইতালিতে ৭ হাজার ৬০৮ জন নিবন্ধন করেছেন।
আরও পড়ুন : বিশেষ কারাগার থেকে ট্রাইব্যুনালে সাবেক ৩ সেনা কর্মকর্তা
নিবন্ধনের সময় সঠিক ঠিকানা দেওয়ার বিষয়ে প্রবাসী বাংলাদেশিদের প্রতি অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি থেকে পাঠানো বার্তায় বলা হয়, ‘পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের সময় অবস্থানকালীন দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী সঠিক ঠিকানা দিন। প্রয়োজনে কর্মস্থল বা পরিচিতজনের ঠিকানাও ব্যবহার করা যেতে পারে।’
এদিকে, আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময়সীমা বাড়িয়েছে ইসি। পাশাপাশি ১৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বিশ্বের সব দেশের প্রবাসীরা অ্যাপটি ব্যবহার করে নিবন্ধন করতে পারবেন।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































