Apan Desh | আপন দেশ

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ, যে কারণ জানাল কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৯, ৫ ডিসেম্বর ২০২৫

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ, যে কারণ জানাল কর্তৃপক্ষ

সিংহ। ফাইল ফটো

রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে একটি সিংহ বের হয়ে গেছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে সিংহটি বেরিয়ে যায়।

তথ্যটি নিশ্চিত করেছেন চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার। তিনি বলেন, ‘সিংহ চিড়িয়াখানা থেকে হারিয়ে যায়নি, চিড়িয়াখানার ভেতরেই আছে। তার গতিবিধি লক্ষ্য করে ধরার চেষ্টা করা হচ্ছে। বর্তমানে চিড়িয়াখানার ভেতরে থাকা সব দর্শনার্থীরা বের হয়ে গেছেন।’

আরও পড়ুন : জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসছে শনিবার

সিংহটি কীভাবে বেরিয়ে গেল, এমন প্রশ্নের জবাবে রফিকুল ইসলাম বলেন, ‘হয়ত তালা লাগানো হয়নি। কারণ কোথাও কোনো গ্রিল ফাঁকা বা ভাঙা এরকম কিছু নেই। দরজা দিয়ে বের হওয়ার সম্ভাবনা বেশি।’ 

এ ব্যাপারে রাতেই তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানান এই কর্মকর্তা।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়